খেলতে খেলতেই চরম দুর্ঘটনা! নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে পড়ে মর্মান্তিক পরিণতি একরত্তির, শোকের ছায়া এলাকায়

Last Updated:

Child Death: আজ সকাল ১১টা নাগাদ বাড়ির পাশে খেলছিল ছোট্ট শিশুটি। এদিকে বাড়িতে সেপটিক ট্যাঙ্ক তৈরি হচ্ছিল। খেলতে খেলতেই সে কোনওভাবে গর্তে পড়ে যায়

শোকের ছায়া পরিবার-পাড়ায়
শোকের ছায়া পরিবার-পাড়ায়
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ বাড়ির নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কের জলে ডুবে মৃত্যু শিশুর। মৃত শিশুর বয়স মাত্র ৪ বছর। শহর লাগোয়া মাঝেরডাবরি টি এস্টেটের দমনপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেপটিক ট্যাঙ্কের গর্তের জলে ডুবে মৃত্যু হয়েছে মাত্র ৪ বছর বয়সী মিত ওঁরাওয়ের।
জানা যাচ্ছে, আজ সকাল ১১টা নাগাদ বাড়ির পাশে খেলছিল মিত। এদিকে বাড়িতে সেপটিক ট্যাঙ্ক তৈরি হচ্ছিল। সেই গর্তে জল জমেছিল। খেলতে খেলতেই সে কোনওভাবে সেই গর্তে পড়ে যায়। সেই সময় বাড়ির কেউ আশেপাশে ছিলেন না। খবর পেয়ে বাড়ির সকলে যখন ছুটে আসেন, তখন ঠাকুরদা মিতকে জল থেকে তুলে এনে তাঁর পেটের জল বের করার চেষ্টা করছেন।
advertisement
আরও পড়ুনঃ বাজার যেন মৃত্যুফাঁদ! ভাঙাচোরা ছাদ, প্লাস্টিক-ত্রিপল খাটিয়ে চলছে ব্যবসা! আতঙ্কে বসিরহাটের ক্রেতা-বিক্রেতারা
সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মিতকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকে পাথর পরিবার, পাড়া প্রতিবেশীরা।
advertisement
advertisement
জানা যাচ্ছে, মিতের মা-বাবা দু’জনেই কাজে গিয়েছিলেন। বাবা অসমে কর্মরত, মা চা বাগানের শ্রমিক। মা-বাবার বিয়ের তিন বছর পর মিতের জন্ম হয়েছিল। সে ছিল একমাত্র সন্তান। মিতকে বাড়িতে ঠাকুরদা-ঠাকুমার কাছে রেখে গিয়েছিলেন তাঁরা। আজ বাড়ির নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কের জলে ডুবে মৃত্যু হল এই একরত্তি শিশুর।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
খেলতে খেলতেই চরম দুর্ঘটনা! নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে পড়ে মর্মান্তিক পরিণতি একরত্তির, শোকের ছায়া এলাকায়
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement