West Bengal News: চা বাগানের মধ্যে পড়ে তিন-তিনটে 'মৃতদেহ'! ডুয়ার্সের এই জায়গায় পরপর কী ঘটছে?

Last Updated:

West Bengal News: খবর দেওয়া হয় মরাঘাট রেঞ্জের বনকর্মীদের এবং বিন্নাগুরি বন্যপ্রাণী স্কোয়াডের বনকর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারা।

সাম্প্রতিক অতীতে ওই এলাকায় চিতার উপদ্রব দেখা যায়নি। তবে শিলিগুড়ির তরাইয়ের চা বাগান সংলগ্ন এলাকায় চিতার আনাগোনা রয়েছে। মূলত রসদের সন্ধানেই লোকালয়ে ঢুকে পড়ে চিতা। গত শনিবার বাগডোগরার কাছে গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘের মৃত্যুও হয়।
সাম্প্রতিক অতীতে ওই এলাকায় চিতার উপদ্রব দেখা যায়নি। তবে শিলিগুড়ির তরাইয়ের চা বাগান সংলগ্ন এলাকায় চিতার আনাগোনা রয়েছে। মূলত রসদের সন্ধানেই লোকালয়ে ঢুকে পড়ে চিতা। গত শনিবার বাগডোগরার কাছে গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘের মৃত্যুও হয়।
#ডুয়ার্স: চিতা বাঘের পর এবার ডুয়ার্সের চা বাগান লাগোয়া এলাকা থেকে উদ্ধার হল ৩ টি বাইসনের মৃতদেহ (West Bengal News)! হলদিবাড়ি চা-বাগানের ঘটনা। বন দফতর সূত্রের খবর, বুধবার সকালবেলা চা বাগানের বাসিন্দারা প্রথম বাইসনগুলিকে দেখতে পায় মৃত অবস্থায়। খবর দেওয়া হয় মরাঘাট রেঞ্জের বনকর্মীদের এবং বিন্নাগুরি বন্যপ্রাণী স্কোয়াডের বনকর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারা।
বন দফতর সূত্রে খবর, মৃত বাইসন গুলোর মধ্যে একটি মা এবং দুটি শাবক রয়েছে। মরাঘাট রেঞ্জের অন্তর্গত খট্টিমারি বিটের সি এম জি ১২ কম্পার্টমেন্ট এবং হলদিবাড়ি চা বাগানের ৪ নং সেকশনের মাঝ থেকে উদ্ধার করা হয় বাইসনগুলির দেহ। বন দফতরের প্রাথমিক অনুমান, বাজ পড়ে বাইসনগুলোর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত পরিষ্কারভাবে কিছু বলা সম্ভব নয়।
advertisement
advertisement
এদিকে বাইসনের মৃত্যুর খবর শুনে চা-বাগানের প্রচুর মানুষ সেখানে ভিড় জমান। মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল বলেন, ''চা-বাগানের তরফে আমাদের কাছে খবর আসে হলদিবাড়ি এবং মরাঘাট জঙ্গলের মাঝে একটি ফাঁকা জায়গার মধ্যে তিনটি বাইসন মৃত অবস্থায় পড়ে রয়েছে।''
advertisement
বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুটি শাবক এবং একটি মা-বাইসনকে মৃত অবস্থায় উদ্ধার করে। বাইসন গুলি আশেপাশেই ছড়িয়ে-ছিটিয়ে ছিল। মৃত্যুর কারণ এখনও পরিষ্কার ভাবে জানা যায়নি। বাইসান গুলির দেহ খট্টিমারি জঙ্গলে ময়নাতদন্ত করা হবে। তারপর সৎকার করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal News: চা বাগানের মধ্যে পড়ে তিন-তিনটে 'মৃতদেহ'! ডুয়ার্সের এই জায়গায় পরপর কী ঘটছে?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement