West Bengal News: একে-একে ৩০০ মহিলা, শিশু গুরুতর অসুস্থ! মন্দিরবাজার মেলায় মারাত্মক ঘটনা, কী ঘটল জানেন?

Last Updated:

West Bengal News: বিপত্তি ঘটে মঙ্গলবার বিকেল থেকে। মেলা শেষ হওয়ার পর থেকে আশেপাশের গ্রামের মহিলা ও শিশুরা অসুস্থ হয়ে পড়তে থাকে।

ফাইল ছবি
ফাইল ছবি
#মন্দিরবাজার: গোষ্ঠমেলার খাবার খেয়ে অসুস্থ তিন শতাধিক মহিলা, শিশু ও পুরুষ। প্রায় সকলেই ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার বিধানসভার কাদিপুকুর এলাকার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চৈত্র মাসের শেষে মন্দিরবাজারের কাদিপুকুরে ঐতিহ্য মেনে গোষ্ঠমেলা দীর্ঘদিন ধরে চলে আসছে। সেই মতোই এ বছরও বসেছিল গোষ্ঠমেলা। গত সোমবার মেলা শেষ হয়। বিপত্তি ঘটে মঙ্গলবার বিকেল থেকে। মেলা শেষ হওয়ার পর থেকে আশেপাশের গ্রামের মহিলা ও শিশুরা অসুস্থ হয়ে পড়তে থাকে।
জানা গিয়েছে, কাদিপুকুর, সরদানা, চাঁদপুর চৌকিতলার গ্রামের প্রায় তিন শতাধিক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন। জ্বর, পেট ব্যথার সঙ্গেসঙ্গে বমি ও ডায়েরিয়ায় আক্রান্ত হন তাঁরা। পরে অসুস্থ পুরুষ মহিলা ও শিশুদের নাইয়ারহাট হাসপাতাল, মথুরাপুর গ্রামীণ হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করে চলছে চিকিৎসা।
advertisement
advertisement
ঘটনায় মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার বলেন, মঙ্গলবার বিকাল থেকেই কাদিপুকুর ও আশেপাশের গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন, যার মধ্যে মহিলা ও শিশুর সংখ্যা অনেক বেশি। ঘটনার পরেই প্রশাসনের উদ্যোগে অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরিস্থিতি নজরদারিতে বিধায়ক, ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ প্রশাসনিক কর্তারা নজরদারি চালাচ্ছেন এলাকায়।
advertisement
বিধায়ক জানান, কাদিপুকুরে গোষ্ঠের মেলা বসেছিল। সেই মেলা থেকে খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে সমস্ত বিষয়টি খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে মন্দির বাজার থানার পুলিশ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: একে-একে ৩০০ মহিলা, শিশু গুরুতর অসুস্থ! মন্দিরবাজার মেলায় মারাত্মক ঘটনা, কী ঘটল জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement