রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন যুবক, মালদহে ঘটল সাংঘাতিক কাণ্ড

Last Updated:

মৃতদেহ ময়না তদন্তের জন্য আনা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

#মালদহ: মালদহের কালিয়াচকে শুট আউট। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল যুবকের। কালিয়াচকের চাতরা এলাকার ঘটনা। মৃত সোহেল শেখ কালিয়াচকের শেরশাহি এলাকার বাসিন্দা। রাতে মোটরবাইকের চেপে ফেরার পথে কেউ বা কারা পিছন থেকে গুলি করে যুবককে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। নিকটবর্তী সিলামপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতদেহ ময়না তদন্তের জন্য আনা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলের পাশেই মিলেছে যুবকের ব্যবহৃত মোটরবাইক। খুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই গুলি করে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। দুষ্কৃতীরা মোটরবাইকেই পিছু নিয়েছিল অথবা একই মোটরবাইকেও থাকতে পারে বলেও পুলিশের প্রাথমিক অনুমান।
নিহত যুবকের মোবাইল ফোনও খতিয়ে দেখছে পুলিশ। খুনের আগে ওই যুবকের গতিবিধি সম্পর্কেও খোঁজ শুরু হয়েছে। এদিকে গভীর রাতে শুট আউটের ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। শুট আউটের খবর চাউর হতেই প্রচুর মানুষ সিলামপুর হাসপাতালে ভিড় করেন। খবর পেয়ে এলাকায় পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ।
advertisement
advertisement
তবে কে বা কারা খুনের ঘটনা সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
নিহত যুবক সুদের কারবারের কাজ করতেন। সে সংক্রান্ত কোনও বিবাদ খুনের পিছনে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এর আগে চলতি সপ্তাহে দু'দফায়় অস্ত্র উদ্ধার হয় মালদহের কালিয়াচকে। গত সোমবার রাতে কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় হানা দিয়ে ছয়টি মাস্কেট এবং তিন রাউন্ড কার্তুসহ এক অস্ত্রের কারবারিকে গ্রেফতার করে পুলিশ। এরপর গতকাল বৃহস্পতিবার কালিয়াচকের উজিরপুরে দুইটি সেভেন এমএম পিস্তল এবং দশ রাউন্ড কার্তুজ সহ আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
পরপর অস্ত্র উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এবার শুটআউটের ঘটনায় কালিয়াচকের আইনশৃঙ্খলা নিয়ে় প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, খুনের ঘটনায় সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন যুবক, মালদহে ঘটল সাংঘাতিক কাণ্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement