রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন যুবক, মালদহে ঘটল সাংঘাতিক কাণ্ড
- Published by:Suvam Mukherjee
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
মৃতদেহ ময়না তদন্তের জন্য আনা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
#মালদহ: মালদহের কালিয়াচকে শুট আউট। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল যুবকের। কালিয়াচকের চাতরা এলাকার ঘটনা। মৃত সোহেল শেখ কালিয়াচকের শেরশাহি এলাকার বাসিন্দা। রাতে মোটরবাইকের চেপে ফেরার পথে কেউ বা কারা পিছন থেকে গুলি করে যুবককে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। নিকটবর্তী সিলামপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতদেহ ময়না তদন্তের জন্য আনা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলের পাশেই মিলেছে যুবকের ব্যবহৃত মোটরবাইক। খুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই গুলি করে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। দুষ্কৃতীরা মোটরবাইকেই পিছু নিয়েছিল অথবা একই মোটরবাইকেও থাকতে পারে বলেও পুলিশের প্রাথমিক অনুমান।
নিহত যুবকের মোবাইল ফোনও খতিয়ে দেখছে পুলিশ। খুনের আগে ওই যুবকের গতিবিধি সম্পর্কেও খোঁজ শুরু হয়েছে। এদিকে গভীর রাতে শুট আউটের ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। শুট আউটের খবর চাউর হতেই প্রচুর মানুষ সিলামপুর হাসপাতালে ভিড় করেন। খবর পেয়ে এলাকায় পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ।
advertisement
advertisement
তবে কে বা কারা খুনের ঘটনা সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
নিহত যুবক সুদের কারবারের কাজ করতেন। সে সংক্রান্ত কোনও বিবাদ খুনের পিছনে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এর আগে চলতি সপ্তাহে দু'দফায়় অস্ত্র উদ্ধার হয় মালদহের কালিয়াচকে। গত সোমবার রাতে কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় হানা দিয়ে ছয়টি মাস্কেট এবং তিন রাউন্ড কার্তুসহ এক অস্ত্রের কারবারিকে গ্রেফতার করে পুলিশ। এরপর গতকাল বৃহস্পতিবার কালিয়াচকের উজিরপুরে দুইটি সেভেন এমএম পিস্তল এবং দশ রাউন্ড কার্তুজ সহ আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
আরও পড়ুন, মাতৃবিয়োগ প্রধানমন্ত্রীর, তবু 'কর্মে' বিরতি নয়! ভার্চুয়ালি কলকাতার একগুচ্ছ অনুষ্ঠানে থাকবেন মোদি
পরপর অস্ত্র উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এবার শুটআউটের ঘটনায় কালিয়াচকের আইনশৃঙ্খলা নিয়ে় প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, খুনের ঘটনায় সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2022 10:46 AM IST