Malda News: পুণ্যস্নান সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা... চরম বিপদে ১৫ জন পুণ্যার্থী, এ কী হল!
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
মালদহ: পুণ্যস্নান করে ম্যাটাডোর করে বাড়ি ফিরছিল একদল পুণ্যার্থী। হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ল গাড়িটি। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে যায় ম্যাটাডোর। ঘটনায় এদিন দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের ইংরেজবাজার ব্লকের লক্ষীপুর মালদহ- মানিকচক রাজ্য সড়কের উপর। ঘটনায় গুরুতর জখম হয়েছে প্রায় ২০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জখমদের উদ্ধার করে তড়িঘড়ি মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
স্থানীয় বাসিন্দা দীলিপ মণ্ডল বলেন, গাড়িটি মানিকচক থেকে মালদহের দিকে আসছিল। হঠাৎ গাড়ির সামনে একটি বাইক চলে আসে। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায় গাড়িটি। আমরা স্থানীয়রা ছুটে গিয়ে জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালদহ ট্রাফিক পুলিশের কর্তা থেকে ইংরেজবাজার থানার পুলিশ।
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 14, 2025 4:35 PM IST