Local Trains Cancel: শনি-রবিবার হাওড়া ডিভিশনে বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন! ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
শনি ও রবিবার, অর্থাৎ ১৫ ও ১৬ ফেব্রুয়ারি একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখায়। বিবৃতি দিয়ে জানিয়ে দিল পূর্ব রেল।
আবীর ঘোষাল, কলকাতা: যাত্রীদের জন্য খারাপ খবর ৷ শনি ও রবিবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখায়। বিবৃতি দিয়ে জানিয়ে দিল পূর্ব রেল। রেল জানাচ্ছে, দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজ ও নসিবপুর ও সিঙ্গুরের মধ্যে ২১ নম্বর ব্রিজে কাজ হবে। সে কারণেই ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বেশ কিছু লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার বাতিল থাকছে:
advertisement
হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩৪৯
৩৭৩৫১ তারকেশ্বর থেকে হাওড়া: ৩৭৩৫৪
রবিবার ডাউন লাইনে বাতিল থাকছে…
তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত: ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩৫৬, ৩৭৩২২, ৩৭৩২৮
advertisement
তারকেশ্বর থেকে শেওড়াফুলি পর্যন্ত: ৩৭৪১২, ৩৭৪১৬
গোঘাট থেকে হাওড়া: ৩৭৩৭২
গোঘাট থেকে তারকেশ্বর: ৩৭৩৯০
আরামবাগ থেকে হাওড়া: ৩৭৩৬০
হরিপাল থেকে হাওড়া: ৩৭৩০৮
রবিবার আপ লাইনে বাতিল থাকছে…
হাওড়া থেকে গোঘাট :-৩৭৩৭১, ৩৭৩৭৩
advertisement
হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩০৯, ৩৭৩৫৩, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭
শেওড়াফুলি থেকে তারকেশ্বর: ৩৭৪১১, ৩৭৪১৫
হাওড়া থেকে আরামবাগ: ৩৭৩৫৯
হাওড়া থেকে হরিপাল: ৩৭৩০৭ দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজ ও নসিবপুর ও সিঙ্গুরের মধ্যে ২১ নম্বর ব্রিজে কাজ হবে। সে কারণেই ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বেশ কিছু লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া-তারকেশ্বর-আরামবাগ-হরিপাল-গোঘাটের মধ্যে যাতায়াতকারী ২৯টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
advertisement
কিছুদিন আগেই প্রায় একমাস জুড়ে হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চলাচল বিপর্যস্ত ছিল। বেনারস রোডের উপর নতুন সেতু তৈরির কাজ চলছিল হাওড়া ও লিলুয়ার মাঝে। এর ফলে একাধিক ট্রেন চলাচল বন্ধ করা হয়। ব্যাপক দুর্ভোগের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। এরই মধ্যে ফের আরামবাগ সেকশনে কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ থাকার বিজ্ঞপ্তি জারি করা হল। যদিও হাওড়া ডিভিশনের আধিকারিকরা জানিয়েছেন, শনি-রবিবার যাত্রী সংখ্যার চাপ অত্যন্ত কম থাকে। সেই জন্যেই এই দিনগুলো বাছাই করা হয়। তবে যাত্রীদের বক্তব্য প্রায় প্রতি সপ্তাহেই সংষ্কারের নামে ভোগান্তি বাড়ছে নিত্য যাত্রীদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2025 10:06 AM IST