Local Trains Cancel: শনি-রবিবার হাওড়া ডিভিশনে বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন! ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা

Last Updated:

শনি ও রবিবার, অর্থাৎ ১৫ ও ১৬ ফেব্রুয়ারি একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখায়। বিবৃতি দিয়ে জানিয়ে দিল পূর্ব রেল।

শনি-রবিবার হাওড়া ডিভিশনে বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন (File Photo)
শনি-রবিবার হাওড়া ডিভিশনে বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন (File Photo)
আবীর ঘোষাল, কলকাতা: যাত্রীদের জন্য খারাপ খবর ৷ শনি ও রবিবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখায়। বিবৃতি দিয়ে জানিয়ে দিল পূর্ব রেল। রেল জানাচ্ছে, দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজ ও নসিবপুর ও সিঙ্গুরের মধ্যে ২১ নম্বর ব্রিজে কাজ হবে। সে কারণেই ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বেশ কিছু লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার বাতিল থাকছে:
advertisement
হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩৪৯
৩৭৩৫১ তারকেশ্বর থেকে হাওড়া: ৩৭৩৫৪
রবিবার ডাউন লাইনে বাতিল থাকছে…
তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত: ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩৫৬, ৩৭৩২২, ৩৭৩২৮
advertisement
তারকেশ্বর থেকে শেওড়াফুলি পর্যন্ত: ৩৭৪১২, ৩৭৪১৬
গোঘাট থেকে হাওড়া: ৩৭৩৭২
গোঘাট থেকে তারকেশ্বর: ৩৭৩৯০
আরামবাগ থেকে হাওড়া: ৩৭৩৬০
হরিপাল থেকে হাওড়া: ৩৭৩০৮
রবিবার আপ লাইনে বাতিল থাকছে…
হাওড়া থেকে গোঘাট :-৩৭৩৭১, ৩৭৩৭৩
advertisement
হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩০৯, ৩৭৩৫৩, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭
শেওড়াফুলি থেকে তারকেশ্বর: ৩৭৪১১, ৩৭৪১৫
হাওড়া থেকে আরামবাগ: ৩৭৩৫৯
হাওড়া থেকে হরিপাল: ৩৭৩০৭ দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজ ও নসিবপুর ও সিঙ্গুরের মধ্যে ২১ নম্বর ব্রিজে কাজ হবে। সে কারণেই ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বেশ কিছু লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া-তারকেশ্বর-আরামবাগ-হরিপাল-গোঘাটের মধ্যে যাতায়াতকারী ২৯টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
advertisement
কিছুদিন আগেই প্রায় একমাস জুড়ে হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চলাচল বিপর্যস্ত ছিল। বেনারস রোডের উপর নতুন সেতু তৈরির কাজ চলছিল হাওড়া ও লিলুয়ার মাঝে। এর ফলে একাধিক ট্রেন চলাচল বন্ধ করা হয়। ব্যাপক দুর্ভোগের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। এরই মধ্যে ফের আরামবাগ সেকশনে কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ থাকার বিজ্ঞপ্তি জারি করা হল। যদিও হাওড়া ডিভিশনের আধিকারিকরা জানিয়েছেন, শনি-রবিবার যাত্রী সংখ্যার চাপ অত্যন্ত কম থাকে। সেই জন্যেই এই দিনগুলো বাছাই করা হয়। তবে যাত্রীদের বক্তব্য প্রায় প্রতি সপ্তাহেই সংষ্কারের নামে ভোগান্তি বাড়ছে নিত্য যাত্রীদের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Local Trains Cancel: শনি-রবিবার হাওড়া ডিভিশনে বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন! ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement