North 24 Parganas News: হাড়োয়া বিস্ফোরণ কাণ্ডে ধৃত ১
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
হাড়োয়ার বোমা বিস্ফোরণের ঘটনায় ধৃত এলাকারই যুবক রবিন মণ্ডল
উত্তর ২৪ পরগনা: হাড়োয়া বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার ধৃত এক। ধৃতের নাম রবিন মণ্ডল। বয়স ২৭ বছর। সোমবার হাড়োয়ার শালিপুর পঞ্চায়েতের পালিত পাড়ার একটি বাগানে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় বছর পঞ্চাশের পরিতোষ মণ্ডলের। তাঁর বাড়ি পাশের সোনাপুকুর শঙ্করপুর পঞ্চায়েতের কুচিয়া মোড়া এলাকায়। এই ঘটনায় নারায়ণ পালিত নামে আরও এক ব্যক্তি আহত হন। সেই ঘটনাতেই পুলিশ রবিন মণ্ডলকে গ্রেফতার করেছে।
পুলিশ তদন্ত নেমে জানতে পারে এই বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে ধৃত রবিন মণ্ডলের যোগ আছে। তাকে শালিপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। হাড়োয়ার এই বিস্ফোরণকাণ্ডে এলাকারই যুবকের নাম উঠে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
ধৃত রবিন মণ্ডলকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এই বিস্ফোরণ কেন ঘটানো হল, এর উদ্দেশ্য কী তা জানার জন্য ধৃতকে আরও জেরা করা প্রয়োজন বলে পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনায় কার্যত স্তম্ভিত এলাকার মানুষ।
advertisement
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2023 6:21 PM IST