North 24 Parganas News: মর্মান্তিক! একরত্তি মেয়েকে ট্রেনের সামনে ছুড়ে দিলেন মা, তারপর এ কী করলেন?
- Published by:Teesta Barman
- hyperlocal
Last Updated:
North 24 Parganas News: পুলিশ জানায়, এদিন সাড়ে আটটা নাগাদ বছর পাঁচেকের মেয়েকে কোলে নিয়ে ৩০ বছরের এক মহিলা টাকি স্টেশনে আসেন। সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করেন।
টাকি: ভয়ানক ঘটনা টাকিতে! চোখের সামনে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পাঁচ বছরের মেয়েকে ট্রেনের সামনে ছুড়ে দিয়ে মা ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন। পুলিশ সূত্রে খবর, মা ও মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
এদিন রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে বারাসত হাসনাবাদ শাখার টাকি স্টেশনে। তবে রাত পর্যন্ত মা এবং মেয়ের পরিচয় জানা যায়নি। কেনই বা মা-মেয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন, তা জানার চেষ্টা করছে রেল পুলিশ।
advertisement
advertisement
পুলিশ জানায়, এদিন সাড়ে আটটা নাগাদ বছর পাঁচেকের মেয়েকে কোলে নিয়ে ৩০ বছরের এক মহিলা টাকি স্টেশনে আসেন। সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করেন। কয়েকজন যাত্রীর সন্দেহ হলেও তাঁরা মনে করেছিলেন, মহিলা হয়তো ট্রেন ধরার জন্য স্টেশনে এসেছেন।
advertisement
কিন্তু সকলকে চমকে দিয়ে মহিলা প্রথমে মেয়েকে ছুড়ে দেয় ট্রেনের সামনে। পরে নিজে লাফিয়ে পড়েন রেল লাইনের উপর। দু'জনেই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা গিয়েছেন বলে জানিয়েছে হাসনাবাদ থানার পুলিশ। দু'জনেরই দেহ একাধিক খণ্ডে বিভক্ত হয়ে যায়। রেল পুলিশ এসে মা ও মেয়ের দেহ উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু এখনও পর্যন্ত মা-মেয়ের পরিচয় জানা যায়নি। তদন্ত করছে রেল পুলিশ।
advertisement
জিয়াউল আলম
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Mar 02, 2023 10:44 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মর্মান্তিক! একরত্তি মেয়েকে ট্রেনের সামনে ছুড়ে দিলেন মা, তারপর এ কী করলেন?







