North 24 Parganas: রেড ভলেন্টিয়ার্স এর আদলে 'বিবেক চেতনা গ্রুপ'
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে হাবড়ায় রেড ভলেন্টিয়ার্স এর আদলে তৈরি হল 'বিবেক চেতনা গ্রুপ'
রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: করোনা (Covid-19) মহামারীর সঙ্কটময় কালে বামপন্থীদের (Left Front) গোড়ে তোলা 'রেড ভলেন্টিয়ার' (Red Volunteers) গ্রুপ গোটা বাংলায় সাড়া ফেলে দিয়েছিল। অসহায় রোগ আক্রান্ত মানুষদের পাশে শুধু দাঁড়ানোই নয়, করোনা (Covid-19) আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়া থেকে রাতবিরেতে আক্রান্তের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার, খাবার, ওষুধ পৌঁছে দিয়ে নজির গড়েছিল রেড ভলেন্টিয়ার (Red Volunteers)। তাদের এই কর্মকাণ্ডের ফলে সমাজের বিভিন্ন মহল থেকে প্রশংশিত হয়েছিলেন রেড ভলান্টিয়ারের (Red Volunteers) সদস্যরা। এবারে অনেকটা সেই আদলে হাবড়া পুরসভা এলাকায় তৈরি করা হল 'বিবেক চেতনা গ্রুপ'। করোনা (Covid-19) আক্রান্ত মানুষদের এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে গড়ে তোলা হয় এই গ্রুপ।
হাবড়া পৌরসভার উদ্যোগে এই বিবেক চেতনা গ্রুপের সূচনা করা হয় ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে। পৌরসভার এই উদ্যোগটি সফল করতে, সহযোগিতার হাত বাড়িয়ে দেন হাবড়ার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া পুরসভার ২৪ টি ওয়ার্ড থেকে ৩০০ জনকে নিয়ে এই গ্রুপ তৈরি করা হয়েছে। নীল–সাদা পোষাকের এই গ্রুপের সদস্যরা এলাকার করোনা আক্রান্ত এবং করোনা থেকে সেরে ওঠা মানুষদের সহযোগিতা করবেন। ওষুধ থেকে খাবার, প্রয়োজন মতো সবই করণায় আক্রান্ত রোগীদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এব্যাপারে হাবড়া পুরসভার প্রশাসক নারায়ণচন্দ্র সাহা জানান, 'এই মুহূর্তে হাবড়া পুরসভা এলাকায় ৩০০ করোনা আক্রান্ত পরিবার রয়েছে। তাঁদের প্রয়োজনে তাঁদের বাড়ির দরজায় পৌঁছে যাবেন এই গ্রুপের সদস্যরা।' প্রজাতন্ত্র দিবসের দিন থেকে গ্রুপের সদস্যদের সঙ্গে নিয়ে করোনা আক্রান্তদের বাড়িতে ফলের ঝুড়ি এবং বিধায়কের শুভাচ্ছা বার্তা পৌঁছে দেন পুর প্রশাসক।
view commentsLocation :
First Published :
January 27, 2022 1:01 PM IST