Viral Video: "ফ্রিতে খেয়ে যান ডাব!" খবর কানে আসতেই যা হল মধ্যমগ্রামে! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
Last Updated:
Viral Video: কী কাণ্ড মধ্যমগ্রামে! ৫০ টাকার ডাব ফ্রিতে! তারপরেই ভিডিও ভাইরাল
উত্তর ২৪ পরগনা: ফ্রী তে ডাব খেতে পড়ল লম্বা লাইন। গরমে অস্বস্তিকর পরিবেশে সকলেই দাঁড়ালেন ডাবের জল খেতে। পথ চলতি মানুষেরা যাবার পথে হঠাৎই জানতে পারেন এই অভিনব উদ্যোগের কথা আর বিন্দুমাত্র সময় নষ্ট না করেই বাইক থামিয়ে কোথাও গন্তব্যে যাওয়ার মাঝে দাঁড়িয়ে পড়লেন তৃষ্ণা মেটাতে ডাবের জল পানের লাইনে। মুহূর্তেই জমে গেল ভিড়। এমন ঘটনারই সাক্ষী থাকল মধ্যমগ্রামের চৌমাথা। সোশ্যাল মিডিয়াও বিষয়টি ইতিমধ্যেই হয়েছে ভাইরাল। ট্রাফিক পুলিশকে যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি ফ্রিতে ডাব খাওয়ার লাইনও সামলাতে দেখা গেল এদিন।
জানা গিয়েছে, মধ্যমগ্রাম শহরে শাসকদলের উদ্যোগে তীব্র গরমে কয়েকদিন ধরেই চলছিল জলছত্র অনুষ্ঠান। এদিন সেই অনুষ্ঠানেই শাসকদলের তরফ থেকে পথ চলতি তৃষ্ণার্ত মানুষদের হাতে তুলে দেওয়া হয় ফ্রী-তে ডাব। সাধারণ মানুষ নিত্য পথযাত্রী সহ বিরোধী দলের নেতাকর্মীদেরও সাদরে আমন্ত্রণ জানানো হল এই অনুষ্ঠানে। শাসকদলের বারাসত সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ নন্দিকে দেখা গেল, বিরোধী দলের এক কর্মীকে নিজে হাতে ডাব তুলে দিতে। বাজারে প্রায় ৫০ টাকায় যেখানে মেলে ডাব, সেই ডাব মিললো ফ্রিতে। খরচ করতে হলো না এক টাকাও!
advertisement
advertisement
প্রায় দেড় হাজারের উপর ডাব নিয়ে একটি গাড়িকে দাঁড় করানো ছিল অনুষ্ঠান স্থলেই। যে যাবে তাকেই ফ্রী-তে হাতে তুলে দেওয়া হচ্ছে ডাব। সেই গাড়িতে তিনজন সমানে ডাব কেটে চলেছেন, আর সাধারণ মানুষ লম্বা লাইনে মাথার উপর ছাতা নিয়ে ডাব এর জল পান করতে দাঁড়িয়ে রইলেন। স্কুল পড়ুয়া থেকে গাড়ির চালক, সাধারণ মানুষ থেকে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সকলেই পেলেন ডাব। ডাবছত্র থেকে তাদের একটাই বার্তা, শাসক দল বিগত দিনেও যেমন মানুষের পাশে ছিল, আগামীতেও এই ভাবেই থাকবে। সেই কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পথ চলতি মানুষের জন্য ফ্রীতে ডাব খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় উদ্যোক্তাদের তরফ থেকে। ফ্রি-তে ডাব পেয়ে খুশি আমজনতাও।
advertisement
Rudra Narayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 10:20 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Viral Video: "ফ্রিতে খেয়ে যান ডাব!" খবর কানে আসতেই যা হল মধ্যমগ্রামে! ভাইরাল ভিডিও