উত্তর ২৪ পরগনা: নতুন দোকান খুলেই মিঠুন দিচ্ছে আকর্ষণীয় অফার, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ১০ টাকায় চাউমিন এবং ৩৫ টাকায় বিরিয়ানি। যা খেতে পথ চলতি মানুষ থেকে স্কুল কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের ভিড় জমছে প্রতিদিন। দত্তপুকুর স্টেশনের এই দোকানই এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে এবং বনগাঁ-শিয়ালদহ শাখার যাত্রীদের দৌলতে সকলের চেনা হয়ে উঠেছে। তবে শুধু এলাকার মানুষ নয়, বাইরে থেকে আসা লোকজনও যদি এই পথ দিয়ে যায়, তারাও চেখে দেখছেন ১০ টাকায় চাউমিন ও ৩৫ এর বিরিয়ানি। প্রতিদিনই হচ্ছে বাম্পার সেল। দিনে এখন তিন হাঁড়ি বিরিয়ানি তৈরি করতে হচ্ছে বিক্রেতাকে।
স্বাদ যথেষ্টই ভাল, টিফিনের মত মোটামুটি পেট ভরা পরিমাণ দেওয়া হয় বলেই জানালেন দোকানে খেতে আসা ভোজন রসিক নিত্যযাত্রীরা। যেখানে ১০ টাকায় এক কাপ চা পাওয়া যায় সেই ১০ টাকায় চাউমিন রীতিমতো সাড়া ফেলে দিয়েছে স্টেশন চত্বরে। দোকানে সবসময় জন্যে থাকেন জামাই মিঠুন দত্ত, মালিক শ্বশুর হলেও দোকানের ভার সবটাই মিঠুনের উপরে। তবে শুরু থেকেই যেভাবে চারদিকে এই দোকানের খাবারের গুলো কীর্তন ছড়িয়ে পড়েছে তাতে আগামী দিনে কর্মচারীর সংখ্যাও বাড়ানোর ভাবনা-চিন্তা নিতে হচ্ছে ব্যবসায়ীকে।
কিছুদিন আগেই খোলা এই দোকান এখন সকলের কাছে পরিচিত হয়ে উঠছে শ্বশুর জামাই এর দোকান বলে। আর সেই দোকানেই প্রতিদিন থাকছে অফারে বিরিয়ানি থেকে চাউমিন খাওয়ার হিড়িক। বিরিয়ানির দাম ৩৫ টাকা হলেও সেখানে দেওয়া হয় বাসমতী চাল, ৫০ গ্রাম ওজনের চিকেনের টুকরো ও আলু। সবটাই থাকছে প্লেটে। নিত্যযাত্রীদের খাওয়ানোর পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটারদের সামলাতেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দোকান মালিককে। সোশ্যাল মিডিয়ায় কেন চর্চায় তা জানতে অবশ্যই একবার হলেও খেতে হবে এই দোকানের আইটেম।
Rudra Narayan Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Biryani, North 24 Parganas news, Viral Food