North 24 Parganas News: শিক্ষকের পর এবার আশাকর্মী নিয়োগে দুর্নীতি! বিক্ষোভে উত্তাল গোপালনগর
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
মোট ২২ জন আশাকর্মী নিয়োগ করার কথা। কিন্তু টাকা নিয়ে অনেককেই বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন বিএমওএইচ, এমনই দাবি গ্রামবাসীদের। অভিযুক্ত বিএমওএইচ-কে গ্রেফতারের দাবি জানিয়ে সুস্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
উত্তর ২৪ পরগনা: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মধ্যে এবার আশাকর্মী নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠল। এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমত উত্তাল হয়ে উঠল গোপালনগর। এক ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে আশাকর্মী নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। প্রতিবাদে গোপালনগর গঙ্গানন্দপুর সুস্বাস্থকেন্দ্রে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। তাঁরা অভিযুক্ত বিএমওএইচ-কে গ্রেফতারের দাবি জানান।
গ্রামবাসীদের অভিযোগ, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যে আশাকর্মীকে নিয়োগ করার কথা ছিল, তাঁকে চাকরি না দিয়ে টাকার বিনিময়ে বিএমওএইচ অন্য এক মহিলাকে চাকরি দিয়েছেন।
আরও পড়ুন: ভাটপাড়ায় ফের উদ্ধার ১০ টি তাজা বোমা
advertisement
বনগাঁ ব্লকে মোট ২২ জন আশাকর্মী নিয়োগ করার কথা। কিন্তু টাকা নিয়ে অনেককেই বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন বিএমওএইচ, এমনই দাবি গ্রামবাসীদের। অভিযুক্ত বিএমওএইচ-কে গ্রেফতারের দাবি জানিয়ে সুস্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
advertisement
আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে সরকারি নিয়ম হল, যে এলাকায় নিয়োগ হবে, কেবলমাত্র সেই গ্রামের বাসিন্দারাই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে তাঁদেরকেই প্রাধান্য দেওয়া হবে বলে স্পষ্ট নির্দেশ আছে সরকারে। একান্ত যদি সংশ্লিষ্ট গ্রাম থেকে কোনও আবেদন জমা না পড়ে, তবেই পাশের গ্রামের যোগ্য আবেদনকারীকে আশাকর্মী হিসেবে নিয়োগ করা যাবে। গোপালনগর গঙ্গানন্দপুর সুস্বাস্থকেন্দ্রের আশাকর্মী পদের জন্য পাশের গ্রামগুলি থেকেও আবেদন জমা পড়েছিল। যদিও নিয়ম অনুযায়ী তাঁদের আবেদনপত্র বাতিল হয়ে যাওয়ার কথা। কারণ সংশ্লিঊ মামুদপুর গ্রাম থেকে রোজিনা মণ্ডল আবেদন করেছিলেন। তাই সরকারি নিয়ম মেনে তাঁকেই নিয়োগ করার কথা, এমনটাই দাবি গ্রামবাসীদের। কিন্তু বিএমওএইচ তা করেননি বলেই জানা গিয়েছে। ঘণ্টা দুয়েক এই বিক্ষোভ চলার পর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সুস্বাস্থ্য কেন্দ্রের তালা খুলে আবার পরিষেবা শুরু হয়।
advertisement
রুদ্রনারায়ণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2023 9:19 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: শিক্ষকের পর এবার আশাকর্মী নিয়োগে দুর্নীতি! বিক্ষোভে উত্তাল গোপালনগর