North 24 Parganas News- পলি হাউস পদ্ধতিতে হচ্ছে সবজি চাষ
- Published by:Samarpita Banerjee
Last Updated:
শীতের সবজি মিলবে গরমেও, পলি হাউস পদ্ধতিতে হচ্ছে চাষ
#উত্তর ২৪ পরগনা: শীতকালীন সবজি মিলবে গরমে, বর্ষাকালে অসুবিধা হবে না সবজি চাষে। শীত, বর্ষা এবং গরমে তিন সিজনে ইচ্ছামত কৃষকরা চাষ করতে পারবেন সবজি। আর ক্রেতারাও সারাবছর ধরে পছন্দের টাটকা সবজি পেয়ে যাচ্ছেন স্থানীয় বাজারে। অসময়ের সবজিগুলো বাজারে এনে ভালোই লাভের মুখ দেখছেন কৃষকরা। ফলে কৃষিকাজে আগ্রহ বেড়েছে কৃষক মহলে। আর এসবই সম্ভব হয়েছে পলি হাউসের মাধ্যমে।
জমিতে লোহার পাইপের খুঁটির উপরে ও চারিদিকে ২০০ মাইক্রনের পলিথিন দিয়ে তৈরি করা অংশকেই বলা হয় পলি হাউজ। পলিহাউসের ভেতরের তাপমাত্রা ও কৃত্রিম আবহাওয়ার পরিবেশ গড়ে তুলতে নানা ব্যবস্থা রাখা হয়। সেচ ব্যবস্থাও চলে নিয়ন্ত্রিত পদ্ধতিতে। চারা গাছকে সঠিক পরিচর্যা দিতে ব্যবহৃত হয়েছে ডিপ ইরিগেশন তথা বিন্দু সেচ পদ্ধতি। এই পদ্ধতিতে প্রয়োজনমাফিক ফোঁটা ফোঁটা জল পড়বে চারা গাছের গোড়ায়, যাতে করে গাছের স্বাস্থ্য উন্নতি ঘটে। উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা ব্লকের দুর্লভপুর গ্রামে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর।
view commentsLocation :
First Published :
February 07, 2022 6:35 PM IST