North 24 Parganas News- এখনও চাঁদা গ্রামের কৃষকদের ভরসা গরুর গাড়িই
- Published by:Samarpita Banerjee
Last Updated:
এলাকায় মোটরচালিত যানবাহনের বাড়বাড়ন্তের মধ্যেও পন্য পরিবহন ও কৃষিকাজে গরুর গাড়ির চাহিদা থাকায় রোজগারে সমস্যা হয় না গরুর গাড়ির মালিকদের
#উত্তর ২৪ পরগনা: কালের পরিক্রমায় আধুনিকতার স্পর্শে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি এখন শুধুই অতীতের স্মৃতি। একসময় গরুর গাড়ি মেঠো পথের একমাত্র যোগাযোগের মাধ্যম হলেও, যুগের পরিবর্তনে কদর বেড়েছে দ্রুতগতির মোটরচালিত যানবাহনের। যাতায়াত কিম্বা মাঠের ফসল বাজারে নিয়ে যেতে এখন গরুর গাড়ির বদলে জায়গা করে নিয়েছে ইঞ্জিনচালিত গাড়ি। তবে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার চাঁদা গ্রামে দেখা গেল সাবেকিয়ানার ছোঁয়া। এই গ্রামের কৃষকদের আজও ভরসা গরুর গাড়ি। মাঠের ফসল কেটে বাজারে নিয়ে যেতে চাঁদা গ্রামের কৃষকরা ব্যবহার করেন গরুর গাড়ি। এলাকায় মোটরচালিত যানবাহনের বাড়বাড়ন্তের মধ্যেও পন্য পরিবহন ও কৃষিকাজে গরুর গাড়ির চাহিদা থাকায় রোজগারে সমস্যা হয় না গরুর গাড়ির মালিকদের।
Location :
First Published :
February 09, 2022 1:30 PM IST