Santu Dog Video|| খুলনা থেকে মধ্যমগ্রামে ময়না-সন্তু, কলকাতার রসগোল্লায় তুমুল নাচ দেবশ্রী-সন্তুর, ভাইরাল ভিডিও

Last Updated:

Santu-Mayna Viral Video: বাংলাদেশের ফেমাস সন্তু সারমেয়কে দেখতে এলেন অভিনেত্রী দেবশ্রী রায়, ভারতেই রয়েছে ল্যাবরেডর সন্তুর বেশি ফ্যান...

+
title=

#মধ্যমগ্রাম: প্রতিবেশী বাংলাদেশে বাড়ি। কিন্তু এ পার বাংলায় তার ফ্যান, ফলোয়ারের সংখ্যা রীতিমতো চোখ ধাঁধানো। এ বার বাংলাদেশের খুলনার সেই জনপ্রিয় সারমেয় সন্তু পৌঁছল মধ্যমগ্রামে। আর তাকে দেখতে মধ্যমগ্রামে ছুটে এলেন অন্যতম অভিনেত্রী দেবশ্রী রায়। সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ সন্তু পশ্চিমবঙ্গে এসেছেন চলতি মাসেই। থাকবে নতুন বছরের ফেব্রুয়ারীর পর্যন্ত।
এই প্রথম ভারতে এসেছে সন্তু। সন্তু-র বড় ভক্ত টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়। জানা গিয়েছে সন্তুকে নিয়ে তার ময়নার ভারতের আসার প্রধান কারণ, ফ্যান-ফলোয়ার ভারতীয়দের সঙ্গে দেখা করা। প্রায় পাঁচ লক্ষ্য ফলোয়ার এই মূহুর্তে সন্তুর নানা কীর্তি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। সন্তুর সোশ্যাল মিডিয়ায় আজ শুধু সন্তু নয়, তার সঙ্গে ময়না চরিত্রও আজ সকলের চেনা।
advertisement
আরও পড়ুনঃ সরষে ক্ষেতের মধ্যে রক্তমাখা বস্তা! মুখ খুলতেই নিখোঁজ ৫ বছরের শিশু দেহ উদ্ধার, চাঞ্চল্য শান্তিপুরে
সোশ্যাল মিডিয়ায় ময়না বলে সকলে চিনলেও, তাঁর আসল নাম তনুশ্রী রায়। খুলনার বাসিন্দা এই ইউটিউবারের পোষ্য সন্তু। সোশ্যাল মিডিয়ায় এখন বদ ময়না ও সন্তু তুমুল ভাইরাল, তাদের নানা ভিডিওর সৌজন্যে। পশুপ্রেমী দেবশ্রী রায় সন্তু-র কলকাতায় আসার খবর জানতে পেরেই ছুটে আসেন দেখা করার জন্য। জনপ্রিয় কলকাতার রসগোল্লা গানে এ দিন সন্তুর সঙ্গে রীতিমতো নেচেছেন দেবশ্রী রায়।
advertisement
advertisement
সন্তুর সঙ্গে দেখা করে দেবশ্রী জানান, মা-এর মৃত্যুর পর সন্তুর ভিডিও দেখেই মন ভাল রাখার পাশাপাশি নিজেকে ঠিক করার শক্তি পেয়েছিলেন। তাই সন্তুর সঙ্গে দেখা করতে ছুটে আসা। পাশাপাশি সন্তুকে দেখে সকলে যেন রাস্তায় ঘোরাফেরা করা সারমেয়দের প্রতি সহৃদয় হন সেই বার্তাও তুলে ধরেন অভিনেত্রী দেবশ্রী রায়।
এ দিন সকলের সঙ্গে খোশ মেজাজেই দেখা পাওয়া গিয়েছে সারমেয় সন্তুর। তাকে একঝলক দেখার জন্য অনেকেই এখন অপেক্ষা করছেন মধ্যমগ্রামের বাড়ির সামনে।
advertisement
রুদ্র নারায়ন রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Santu Dog Video|| খুলনা থেকে মধ্যমগ্রামে ময়না-সন্তু, কলকাতার রসগোল্লায় তুমুল নাচ দেবশ্রী-সন্তুর, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement