North 24 Parganas News- লোকালয়ে ঢুকে বাঘের আক্রমণ, আহত এক

Last Updated:

গভীর জঙ্গল থেকে নদী পার হয়ে লোকালয় ঢুকে আক্রমণ দক্ষিণ রায়ের

+
বাঘের

বাঘের আক্রমণে আক্রান্ত ব্যক্তি

#উত্তর ২৪ পরগনা: আবারো বাঘ ঢুকে পড়ায় আতঙ্ক তৈরি হল সুন্দরবনে। সুন্দরবন থেকে রায়মঙ্গল নদী পেরিয়ে লোকালয়ের মধ্যে বাঘ ঢুকে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার সন্দেশখালির মনিপুর গ্রাম পঞ্চায়েতের আট নম্বর মিঠেখালি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে নদীর পাশে ঘোরাঘুরি করছিল একটি পূর্ণবয়স্ক বাঘ। সেই সময় গ্রামের কয়েকজন লাঠিসোটা নিয়ে ছুটে আসে। পাল্টা বাঘ ওই ব্যক্তিদের দিকে হামলা চালালে এক ব্যক্তি বাঘের আক্রমণে গুরুতর জখম হন। এরপর বাঘটি নদী সংলগ্ন একটি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। খবর পেয়ে এলাকার মানুষেরা ওই ঝোঁপটিকে ঘিরে রাখে। ঘটনাস্থলে এসে পৌঁছয় সন্দেশখালি থানার পুলিশ ও খুলনা ফরেস্ট অফিসের কর্মীরা।
আহত ব্যক্তিকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আতঙ্কে রয়েছেন গোটা এলাকার মানুষজন। গত কয়েক বছর ধরে সুন্দরবন এলাকায় বেড়েছে বাঘের আক্রমণের সংখ্যা। বাঘে আক্রান্ত হয়ে মারা গেছেন বেশ কয়েকজন। লোকালয়ে বাঘ চলে আসার খবর উঠে এসেছে শিরোনামে। বারংবার কেন সুন্দরবনের প্রত্যন্ত জঙ্গল থেকে বেরিয়ে আসছে রয়েল বেঙ্গল টাইগার, তা নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু করেছে পরিবেশ প্রেমীরা। বনদফতর সূত্রে বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা যায়।বনদফতরের তরফ থেকে বাঘ শুমারি ইতিমধ্যেই শুরু হয়েছে। পরিসংখ্যান সমাপ্ত হলেই সুন্দরবনের বাঘ কত পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেই বিষয়টি সামনে আসবে এবং এরপরই লোকালয়ে চলে আসার বিষয়টি নিয়েও কোনো সুরাহা বের করা যায় কিনা সে বিষয়ে আলোকপাত করা হবে বলেও প্রশাসন সূত্রে জানা যায়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- লোকালয়ে ঢুকে বাঘের আক্রমণ, আহত এক
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement