North 24 Parganas News- কুল চাষের ব্যবসায় মেলে সাফল্য, পথ দেখাচ্ছে তিন বন্ধু

Last Updated:

দিগবেড়িয়া এলাকায় পাঁচ বিঘা জমি নিয়ে কুল চাষ শুরু করেন তারা। শুধুমাত্র মিস ইন্ডিয়া কুল অর্থাৎ ভারত সুন্দরী নামে পরিচিত এই কুল দিয়েই শুরু হয় কাজ। গাছের বৃদ্ধির সাথে সাথে আরও নয় বিঘা জমি পেয়ে যায় পাশেই এক জায়গায়

+
ভারত

ভারত সুন্দরী কুল

#উত্তর ২৪ পরগনা: সঠিক পরিকল্পনা থাকলে সাফল্য পাওয়া যায় তা আরও একবার প্রমাণ করলেন তিন বন্ধু। ভারত সুন্দরী, লাল কাশ্মীরি কুল সহ কয়েকটি প্রজাতির কুল চাষ করে সাত মাসেই বাজিমাত করলেন তারা। মধ্যমগ্রামের বাসিন্দা বিজয় দাস, সমীর বৈরাগ্য ও অভিজিৎ কুন্ডু, দিগবেরিয়া এলাকায় পাঁচ বিঘা জমি নিয়ে শুরু করেন কুলচাষ। পরে আরও নয় বিঘা জমিতে কুলের চাষ শুরু করেন তারা। কুল পাইকারি বিক্রি করে যথেষ্টই আজ লাভবান তারা। কেউ এক বিঘা জমিতে এই কুলের চাষ করতে গেলে, খরচ পড়বে পঞ্চাশ হাজার টাকা। কিন্তু লাভ অনেকটাই বেশি বলে জানালেন এই সফল কৃষক তিন বন্ধু।
লকডাউন অনেক মানুষকে শিক্ষা দিয়েছে নতুন কিছু করার। তেমনই এই তিন বন্ধুর গল্প। করোনার গ্রাসে দেশ জুড়ে লকডাউন, কর্মস্থল বন্ধ, ফলে হাতে বিরাট সময়। তিন বন্ধু একসাথে হয়ে কিছু করার পরিকল্পনা নেন। প্রথমেই মাথায় আসে বায়োফ্লক অর্থাৎ কৃত্তিম ভাবে মাছ চাষ। কিন্তু খোঁজখবর নেওয়ার পর দেখা যায় সেই ব্যবসায় তেমন লাভজনক নয়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যাবসার খোঁজ করতে গিয়ে কুল চাষের পরিকল্পনা ভালো লেগে যায় বিজয় দাস, সমিত বৈরাগ্য অভিজিৎ কুন্ডুর। এই তিন বন্ধু মনস্থির করে নেয় তারা কুল চাষই করবেন। কিন্তু জমি কোথায় পাবে! তারপর থেকে জমির খোঁজ একদিকে শুরু হল। সাথে কুল চাষের পদ্ধতি দেখে নখদর্পণ করার প্রক্রিয়া চলতে থাকে।
advertisement
দিগবেড়িয়া এলাকায় পাঁচ বিঘা জমি নিয়ে কুল চাষ শুরু করেন তারা। শুধুমাত্র মিস ইন্ডিয়া কুল অর্থাৎ ভারত সুন্দরী নামে পরিচিত এই কুল দিয়েই শুরু হয়। গাছের বৃদ্ধির সাথে সাথে আরও নয় বিঘা জমি পেয়ে যায় পাশেই এক জায়গায়। নদিয়া থেকে আরও কুলের চারা নিয়ে এসে শুরু হয় বড় করে ব্যবসা। উত্তর ২৪ পরগনার কৃষি আধিকারিক সুমিত বিশ্বাস জানান, "কুল চাষেও মিলতে পারে লাভ। তবে সে ক্ষেত্রে সঠিক পরিচর্যা বিশেষ প্রয়োজন।" উদ্যানপালন বিভাগের সঙ্গে যোগাযোগ করলে মিলতে পারে সাহায্য বলেই জানালেন এই আধিকারিক। তবে কুল চাষে ও যে মেলে লাভ তা আরো একবার দেখালেন এই তিন বন্ধু।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- কুল চাষের ব্যবসায় মেলে সাফল্য, পথ দেখাচ্ছে তিন বন্ধু
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement