North 24 Parganas News: টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি
- Published by:Uddalak B
Last Updated:
North 24 Parganas News: পুলিশের চোখে ধুলো দিয়ে তারা আচমকা বিকাশ ভবনের সামনে জমায়েত হয়
বিধাননগর: টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিযান ঘিরে ধুন্ধুমার বিকাশ ভবনের সামনে। পুলিশ ও টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের মধ্যে ধস্তাধস্তি। রীতিমতো টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায় পুলিশ। এদিন দুপুরে ২০১৬ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জমায়েত করার কথা ছিল সল্টলেকে এসএসসি ভবনের সামনে। প্রাথমিকে চাকরির দাবিতে স্কুল সার্ভিস কমিশনের দফতর অভিযান ছিল তাদের। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে তারা আচমকা বিকাশ ভবনের সামনে জমায়েত হয় এবং বিকাশ ভবনের মেইন গেটের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।
এরপরে ঘটনা স্থলে এসে পৌঁছায় বিধান নগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। আন্দোলনকারীদেরকে রীতিমতো টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখান থেকে। তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী থানায়। সেখানেও চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছে তাদের একটাই দাবি অবিলম্বে নিয়োগ করতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন - শুষ্ক গরম, কলকাতায় লাফিয়ে বাড়বে তাপমাত্রা, শহর পুড়ছে ৩৮ ডিগ্রিতে, বাঁকুড়ায় প্রায় ৪০
এর আগেও একাধিক আন্দোলনকারীরা বিক্ষোভ দেখিয়েছিলেন বিকাশ ভবন চত্বরে পুলিশের চোখে ধুলো দিয়ে। বেশ কয়েকবার দেখা দিয়েছিল বিকাশের ভিতরে আন্দোলনকারীরা প্রবেশ করে গিয়েছিল, পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কয়েক মাস আগেই আশাকর্মীরা বিকাশ ভবন এর ভিতরে ঢুকে বিষ পান পর্যন্ত করেছিল যার ফলে সরকারের পক্ষ থেকে পুলিশকে সতর্ক করা হয়েছিল কী করে আন্দোলনকারীরা ভিতরে ঢুকে বিষ পান করল এবং কেন পুলিশের কাছে খবর ছিল না।
advertisement
বিকাশ ভবন চত্ত্বর সাধারণত ১৪৪ ধারা জারি থাকে সবসময়ের জন্যই আর ঠিক সেরকম জায়গাতেই বারবার একই রকম ঘটনা ঘটছে পুলিশের চোখে ধুলো দিয়ে আন্দোলনকারীরা ঢুকে পড়ছে বিকাশ ভবনে। আজকেও ঠিক একই রকম পরিস্থিতি হল, আন্দোলনকারীরা পুলিশের চোখে ধুলো দিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে আর এখানেই পুলিশের নিরাপত্তা বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
অনুপ চক্রবর্তী
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2023 6:48 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি