North 24 Parganas News: টানটান উত্তেজনা! সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপ, থাকছে প্রশাসনের নানা নির্দেশিকা

Last Updated:

রবিবার সন্ধ্যায় যুবভারতী স্টেডিয়াম আনুমানিক ৬০০০০ দর্শক আশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

যুবভারতী ক্রীড়াঙ্গন
যুবভারতী ক্রীড়াঙ্গন
উত্তর ২৪ পরগনা: ফুটবল জ্বরে উত্তাপ বাড়ছে তিলোত্তমার। ২৮ অগাস্ট সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে এটিকে মোহনবাগান মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের। রবিবার সন্ধ্যা ছ'টা থেকে শুরু হবে সেই খেলা। আর তাই এই খেলাকে কেন্দ্র করে বিধাননগর পুলিশের পক্ষ থেকে যথেষ্ট কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জারি করা হয়েছে বেশ কিছু নির্দেশিকাও।
ইস্টবেঙ্গল ও মোহনবাগান নিয়ে বাংলার ফুটবল প্রেমীদের মধ্যে এক অন্য আবেগ কাজ করে। অতীতের ইতিহাস ঘাটলে জানা যায়, এই দুই প্রতিপক্ষ ফুটবল দলের মুখোমুখি খেলায়, বহু দুর্ঘটনা ঘটেছে ময়দানে। এমনকি আগুন জ্বলতেও দেখা গেছে স্টেডিয়ামে। পাশাপাশি, করোনার ধাক্কা কাটিয়ে উঠলেও এখনো সংক্রমণ এর হার মাঝে মধ্যেই বেড়ে যাচ্ছে। তাই উত্তেজনা পূর্ণ এই ফুটবল ম্যাচ কে ঘিরে আগেভাগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে প্রশাসন।ম্যাচের আগে বিধান নগর পুলিশের ডিসি হেডকোয়াটার দেবস্মিতা দাস জানান, খেলার দিন যুবভারতী স্টেডিয়াম ঘিরে মোতায়েন থাকবে প্রায় ২০০০ পুলিশ কর্মী। পাশাপাশি খেলার টিকিট ব্ল্যাক আটকানোর জন্য স্টেডিয়ামের চারপাশের টহল দেবে বিধাননগর পুলিশের ৫০ জনের একটি বিশেষ বাহিনী।
advertisement
advertisement
খেলা দেখতে আসা দর্শকদের জন্য বেশ কিছু নির্দেশিকাও জারি করেছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। সিগারেট, ম্যাচ বক্স, জলের বোতল এবং যে কোনো রকম বাজি নিয়ে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বৃষ্টির কথা মাথায় রেখে ছাতা নিয়ে স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে বিবেচনা করে দেখা হবে এমনটাই জানান তিনি। বাইক, চার চাকা সহ বিভিন্ন গাড়ি পার্কিং এর ক্ষেত্রে সুভাষ সরোবর অঞ্চল এবং নির্দিষ্ট খালপাড়ে ব্যবস্থা করা হয়েছে। যে কোনো রকম ঝামেলা এড়াতে মাইকিং করার পাশাপাশি লাগাতার টহলদাড়ি চলবে পুলিশের। বিধাননগর পুলিশের পক্ষ থেকে খেলা দেখতে আসা দর্শকদের মাস্ক পরে আসার জন্যও অনুরোধ জানানো হয়েছে। রবিবার সন্ধ্যায় যুবভারতী স্টেডিয়াম আনুমানিক ৬০০০০ দর্শক আশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।
advertisement
(রুদ্র নারায়ণ রায়)
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: টানটান উত্তেজনা! সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপ, থাকছে প্রশাসনের নানা নির্দেশিকা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement