North 24 Parganas News- হাবড়া থানার সামনের দোকানে চুরি নিয়ে উঠছে প্রশ্ন!
- Published by:Samarpita Banerjee
Last Updated:
থানার সামনের দোকানে ঘটল চুরির ঘটনা, চুরি গেল লক্ষাধিক টাকা
#উত্তর ২৪ পরগনা: হাবড়া থানার সামনের দোকানে চুরির ঘটনা, নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার গেটের সামনে অবস্থিত অনলাইন পেমেন্ট এর দোকানের তালা ভেঙে প্রায় লক্ষাধিক টাকার চুরির ঘটনা ঘটে। দোকান মালিক এদিন দোকান খুলতে এসে দেখে টিনের ঝাঁপের তালা ভাঙ্গা। দোকানের ভেতরে থাকা তিন-চারটে কাউন্টারে প্রায় লক্ষাধিক টাকা নগদ ছিল এমনটাই দাবি। চোরেরা কারেন্টের লাইন কেটে দোকানের মধ্যে থাকা সিসিটিভি তার কেটে চুরি করে পালিয়ে যায়। তবে ঘুনাক্ষরেও টের পায়নি হাবড়া থানার পুলিশ প্রশাসন। তবে হাবড়া থানার গেটের সম্মুখে দোকানে কিভাবে চুরি হল এই নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ থেকে এলাকার ব্যবসায়ীরা। হাবড়া থানায় কয়েক সপ্তাহের মধ্যে ঘটেছে বেশ কয়েকটি চুরির ঘটনা। করোনা পরবর্তী সময়ে কাজ হারিয়েছেন বহু মানুষ, সেই জায়গা থেকে অনেকেই অপরাধের পথ বেছে নিচ্ছেন বলে প্রশাসন সূত্রে খবর। আশ পাশের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। থানার সামনে দোকান হওয়ায় স্বভাবতই নিরাপত্তা নিয়ে বেশ অনেকটাই নিশ্চিন্ত ছিলেন দোকান মালিক কিন্তু তার এই ভুল ভাঙলো দোকানে চুরির ঘটনায়। তবে পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে দোকানে নিয়মিত যাতায়াত করতো এমন কেউই এই ঘটনার পেছনে জড়িত রয়েছে। কারণ দোকানে এত পরিমান টাকা রাখার খবর পরিচিত ছাড়া বাইরে যাওয়া সম্ভব নয়।
Location :
First Published :
February 23, 2022 5:37 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- হাবড়া থানার সামনের দোকানে চুরি নিয়ে উঠছে প্রশ্ন!