North 24 Parganas News: বনগাঁর নাট্য মেলাতেও হিট কোজাগরী, একজন কলেজ শিক্ষকের সামান্য থেকে অসামান্য হয়ে ওঠার গল্প বলে

Last Updated:

সীমান্ত শহর বনগাঁয় সাড়া ফেলে দিল গাঁড়াপোতা শপ্তকের নাট্যমেলা। অংশগ্রহণ করলেন বহু মানুষ

+
নাট্যমেলা

নাট্যমেলা

#উত্তর ২৪ পরগনা: বাংলা নাটক বললে অনেকেই কলকাতার কথা ভাবে কিন্তু কলকাতার জাঁকজমকপূর্ণ নাটকের পাশাপাশি জেলার বেশ কিছু জায়গায় দুর্দান্ত কাজ হচ্ছে বাংলা থিয়েটার নিয়ে তার মধ্যে অন্যতম উত্তর চব্বিশ পরগনার বনগাঁ গোবরডাঙ্গা এলাকা। গোবরডাঙ্গা সারাদেশের মধ্যে নাটকের বিচারে এক অনন্য জায়গা করে নিয়েছে। একটি ছোট্ট এলাকায় একসঙ্গে এত নাটকের দল প্রতিনিয়ত নানান প্রযোজনা দর্শকদের সামনে তুলে ধরায় গোবরডাঙ্গার জুড়ি মেলা ভার তবে পিছিয়ে নেই পাশের শহর বনগাঁ সেই বনগাঁতেই হয়ে গেল 'গাঁড়াপোতা শপ্তক' নাট্যদলের ২৪ তম নাট্যমেলা।
সীমান্ত শহর বনগাঁর বর্ণপরিচয় অডিটোরিয়ামে এই নাট্যমেলার আসর বসেছিল। গাঁড়াপোতা শপ্তকের এবারের নাট্যমেলার মূল ভাবনা ছিল সবুজের অভিযান। উল্লেখ্য বাংলা থিয়েটারের জগতে বনগাঁর মত সীমান্তবর্তী শহরের দল হয়েও গাঁড়াপোতা শপ্তক নিজস্ব এক জায়গা তৈরি করে নিয়েছে।
এবারের নাট্যমেলার উদ্বোধন করেন তরুণ নাট্যকর্মী তথা চলচ্চিত্র অভিনেতা উজান চট্টোপাধ্যায়। তাঁর পাশাপাশি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য ও সাহিত্যচর্চার বহু বিশিষ্ট মানুষ। গাঁড়াপোতা এলাকার নবাগতা অভিনেত্রী মৌসুমী দালালকে বিশেষ সম্মান প্রদান করা হয়।
advertisement
advertisement
নাট্যমেলার প্রথম দিনেই বেলঘড়িয়া অভিমুখের বিখ্যাত প্রযোজনা 'কোজাগরী' নাটকটি মঞ্চস্থ হয়। বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে নির্মিত এই প্রযোজনাটি। শত হুমকি ও প্রলোভনের মুখে দাঁড়িয়ে এক কলেজ শিক্ষকের সামান্য থেকে অসামান্য হয়ে ওঠার গল্প তুলে ধরে কোজাগরী। এই প্রযোজনা দর্শকের মনে প্রতিবাদের বীজ বুনে দিতে সক্ষম।
advertisement
এছাড়াও এই নাট্য মেলায় মঞ্চস্থ হয় শান্তিপুর সাংস্কৃতিকের রক্ত উপখ্যান, বনগাঁ ধুলাউড়ানিয়ার প্রযোজনায় A Journey of স্পার্টাকাসের মত সাড়া ফেলা সব নাটক। এছাড়া আয়োজক সংস্থা গাঁড়াপোতা শপ্তকের নিজস্ব প্রযোজনা Comfort zone ও মরে গেলি অরুণেশ-ও মঞ্চস্থ হয়!
এবারের নাট্যমেলায় শিশুদের কথা মাথায় রেখে ছোটদের নাটক‌ও মঞ্চস্থ হয়েছে। রুপাই সাজুর কথা, কালের যাত্রা সহ বেশ কিছু শিশু নাটক দেখা গিয়েছে ফেস্টিভ্যালে। আন্তঃ বিদ্যালয় নাট্য প্রতিযোগিতারও আয়োজন করা হয়। তাতে অংশ নেয় পাঁচটি স্কুল। ছাত্র-ছাত্রীদের নাট্যচর্চা রীতিমতো মুগ্ধ করে নাট্যপ্রেমীদের। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বনগ্ৰাম উচ্চবিদ্যালয়, দ্বিতীয় হয় কালুপুর পাঁচপোতা উচ্চবিদ্যালয় ও তৃতীয় চাঁদপাড়া বানী বিদ্যাপিঠী। সকলকে পুরস্কৃত করা হয়।
advertisement
গাঁড়াপোতা শপ্তকের আয়োজিত প্রতি বছরের নাট্যমেলা বনগাঁর অন্যতম উৎসবে পরিণত হয়েছে।
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বনগাঁর নাট্য মেলাতেও হিট কোজাগরী, একজন কলেজ শিক্ষকের সামান্য থেকে অসামান্য হয়ে ওঠার গল্প বলে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement