North 24 Parganas News: স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট কেন্দ্রীয় প্রতিনিধির
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
আচমকা হাড়োয়া গ্রামীণ হাসপাতালে হাজির হলেন কেন্দ্রীয় প্রতিনিধি, খতিয়ে দেখলেন সবকিছু
উত্তর ২৪ পরগনা: স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট কেন্দ্রীয় প্রতিনিধির। এদিন হাড়োয়া গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন অল ইন্ডিয়া তপশিলি ফেডারেশনের চেয়ারম্যান। রোগীদের সঙ্গে কথা বলে, হাসপাতাল পরিদর্শন করে তিনি যা তথ্য পেয়েছেন সেই সব কিছু কেন্দ্রের হাতে তুলে দেবেন বলে জানা গিয়েছে।
স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন অল ইন্ডিয়া তপশিলি ফেডারেশন চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মল্লিক। তাঁর আসার কথা আগাম জানত না হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে তফসিলি বোর্ডের সর্বভারতীয় চেয়ারম্যানকে দেখে প্রথমে সকলেই একটু হকচকিয়ে গিয়েছিলেন। যদিও দ্রুত সামলে ওঠেন হাসপাতালের আধিকারিকরা।
advertisement
advertisement
মৃত্যুঞ্জয়বাবু হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। পাশাপাশি রোগী ও রোগীর পরিজনদের সঙ্গেও কথা বলে তাদের সমস্যার কথা জানতে চান। হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা ও বিভিন্ন দিক ক্ষতিয়ে দেখে তারপর কেন্দ্রীয় সু-স্বাস্থ্যমন্ত্রকের কাছে সমস্ত রিপোর্ট তুলে ধরবেন। জানা গিয়েছে প্রত্যন্ত সুন্দরবনের একাধিক অঞ্চলের মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণভাবে পান তা নিশ্চিত করার চেষ্টা করবেন।
advertisement
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2023 6:56 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট কেন্দ্রীয় প্রতিনিধির