Summer Essentials: সকাল থেকেই দোকানের সামনে লম্বা লাইন! বসিরহাটে এ কেমন ছবি, কী রয়েছে দোকানে
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
শহরের টুপির দোকানগুলিতে উঁকি মারলে দেখা যাবে রংবেরং-এর হরেকরকমের টুপির পসরায় ভরপুর। বাজারে বিভিন্ন ধরনএর টুপি রয়েছে আর গরমের দাবদাহে টুপির বিক্রি-বাট্টা বাড়ায় বিক্রেতাদের মুখে চওড়া হাসি।
বসিরহাটঃ গ্রীষ্মের দাবদাহে বেড়েছে টুপির বিক্রি-বাট্টা, মুখে চওড়া হাসি বিক্রেতাদের। তীব্র দাবদাহ ও গরমে নাকাল জনজীবন। তবুও থেমে থাকলে চলবেনা। সকাল হলেই কর্মক্ষেত্রে বেরিয়ে পড়তে হয়। আর তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে টুপির মত একটি গুরুত্বপূর্ণ হেডপিসের চাহিদাও বাড়ে। স্টাইলিশ ও মাথাকে রক্ষা করার এটি একটি দুর্দান্ত উপায়।
অনেকের আবার টুপি নিয়ে সারাবছরই বেশ ফ্যাশানবেল থাকতে চান। তবে এবছর গ্রীষ্মের শুরু থেকেই বাজারে টুপির চাহিদা বেশ বেড়েছে। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট শহরের টুপির দোকানগুলিতে উঁকি মারলে দেখা যাবে রংবেরং-এর হরেকরকমের টুপির পসরায় ভরপুর। বাজারে এত বেশি টুপির ধরন রয়েছে, যার উত্স কোথায়, তা খুঁজে পাওয়া কঠিন। আর গরমের দাবদাহে টুপির বিক্রি-বাট্টা বাড়ায় বিক্রেতাদের মুখে চওড়া হাসি।
advertisement
advertisement
গরমকালে এটি একটি মৌলিক প্রয়োজন। এটি আপনাকে স্টাইলিশ রাখার পাশাপাশি গরমের তাপ থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাজারে টুপির সম্ভারে আধুনিকতার ছোঁয়া, নতুন নতুন স্টাইলিশ টুপির আমদানি হচ্ছে। বসিরহাটের টুপি বিক্রেতা দীপঙ্কর চক্রবর্তী জানান, “টুপি বিক্রি সারাবছরই কম-বেশি থাকে। তবে গ্রীষ্মের সময় টুপির চাহিদা একটু বেশিই থাকে।” সব মিলিয়ে গরমে টুপির বাজার যেন একটু জমজমাট।
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 11:00 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Summer Essentials: সকাল থেকেই দোকানের সামনে লম্বা লাইন! বসিরহাটে এ কেমন ছবি, কী রয়েছে দোকানে