North 24 Parganas News: ক্লাসে ঢুকলেই প্রাণ যেতে পারে, তাই খোলা আকাশের নিচে চলছে স্কুল

Last Updated:

১৯৪২ সালে হিঙ্গলগঞ্জে এই প্রাথমিক স্কুলটি গড়ে ওঠে। সেই সময় সুন্দরবন এলাকায় খুবই কম স্কুল ছিল। ধীরে ধীরে স্কুলটির একতলায় চারটি ঘর তৈরি হয়। কিন্তু ৭০ বছরের স্কুলটিতে সংস্কারের তেমন কোন‌ও কাজ হয়নি। ফলে চারটি ঘরের‌ই ছাদ প্রায় ভেঙে পড়ার অবস্থায় গিয়ে পৌঁছেছে।

+
title=

উত্তর ২৪ পরগনা: স্বাধীনতার আগে তৈরি হওয়া স্কুল দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস চলছে ছোট ছোট ছেলেমেয়েদের। এটাই হল হিঙ্গলগঞ্জের আমমেড়িয়া এফপি স্কুলের বর্তমান পরিস্থিতি।
১৯৪২ সালে হিঙ্গলগঞ্জে এই প্রাথমিক স্কুলটি গড়ে ওঠে। সেই সময় সুন্দরবন এলাকায় খুবই কম স্কুল ছিল। ধীরে ধীরে স্কুলটির একতলায় চারটি ঘর তৈরি হয়। কিন্তু ৭০ বছরের স্কুলটিতে সংস্কারের তেমন কোন‌ও কাজ হয়নি। ফলে চারটি ঘরের‌ই ছাদ প্রায় ভেঙে পড়ার অবস্থায় গিয়ে পৌঁছেছে। যখন তখন খসে পড়ে পলেস্তেরা। দেওয়াল থেকে উঁকি মারছে বটগাছের চারা। ভেঙে পড়েছে স্কুল দালান। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে ছাত্র-ছাত্রীদের খোলা আকাশের নিচে পড়াচ্ছেন শিক্ষকরা।
advertisement
advertisement
বর্তমানে এই স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা ৭২ জন। ৩ জন শিক্ষক আছেন। তাঁরা কেউই ভয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাসরুমে ঢোকেন না। ফলে তালা বন্ধ অবস্থায় পড়ে থাকে স্কুলের ঘর। পড়াশোনা হয় পার্শ্ববর্তী মুক্ত মঞ্চ ও খোলা আকাশের নিচে।
advertisement
স্কুলের এই বিপজ্জনক অবস্থা দেখে অভিভাবকরাও ছেলেমেয়েদের আর স্কুলে পড়তে পাঠাতে চাইছেন না। এই প্রসঙ্গে আমমেড়িয়া এফপি স্কুলের প্রধান শিক্ষক বোমশঙ্কর গাইন বলেন, স্বাধীনতার পূর্বে এই স্কুল তৈরি হয়েছিল। কিন্তু ক্রমে সেটি মুছে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে। দ্রুত নতুন স্কুল বিল্ডিং তৈরির জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু সে বিষয়ে কোন‌ও সুখবর নেই। এই অবস্থায় গ্রীষ্মের তীব্র রোদ ও কিছুদিন পরেই শুরু হওয়া বর্ষার বৃষ্টিতে কীভাবে পড়াশোনা চলবে তা ভেবে পাচ্ছেন না শিক্ষক থেকে শুরু করে অভিভাবকরা।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ক্লাসে ঢুকলেই প্রাণ যেতে পারে, তাই খোলা আকাশের নিচে চলছে স্কুল
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement