East Bardhaman News: বাথরুমের দরজা ভাঙা, পাখা চলে না! এটাই বর্ধমান রাজ কলেজের হোস্টেলের অবস্থা, বাধ্য হয়ে ধর্নায় বসল পড়ুয়ারা

Last Updated:

হোস্টেলের পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে। পাখা চলে না, দরজা-জানলা সব ভাঙা। সেই সঙ্গে বহু গুরুত্বপূর্ণ বিষয়ের সঠিকভাবে ক্লাস হচ্ছে না বলেও পড়ুয়াদের অভিযোগ।

+
title=

পূর্ব বর্ধমান: ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বর্ধমান রাজ কলেজ। এখানে পড়ার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা এসে ভর্তি হয়। সেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেই উঠে এল একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। হোস্টেলের পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে। পাখা চলে না, দরজা-জানলা সব ভাঙা। সেই সঙ্গে বহু গুরুত্বপূর্ণ বিষয়ের সঠিকভাবে ক্লাস হচ্ছে না বলেও পড়ুয়াদের অভিযোগ। এরই প্রতিবাদে বুধবার কলেজের অধ্যক্ষের ঘরের সামনে ধর্নায় বসে একদল পড়ুয়া।
কলেজের দুরবস্থা প্রসঙ্গে বলতে গিয়ে পড়ুয়া শেখ সঞ্জীব বলেন, আমাদের হোস্টেলের জানলা, দরজা সব ভাঙা। ফ্যান খারাপ অবস্থায় পড়ে আছে। গরম পড়ছে, আমরা থাকতে পারছি না। সেইসঙ্গে অনেক বিষয়ের ক্লাস হচ্ছে না। এই সকল দাবি নিয়েই আমরা প্রিন্সিপাল স্যারের কাছে এসেছি। আমাদের এই দাবিগুলো মানতেই হবে। আরেক ছাত্র পৃথ্বীরাজ মণ্ডল বলেন, হোস্টেলের নীচে থেকে শুরু করে উপরের প্রায় প্রত্যেক বাথরূমের দরজা ভাঙা। এমনকি কলগুলোও সঠিক অবস্থায় নেই। যদি এইগুলোকে ঠিক করে দেওয়া হয় তাহলে আমাদের ভালো হয়।
advertisement
advertisement
দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে চলে এই ধর্না। তবে সমস্যা খতিয়ে দেখার আশ্বাস পেয়ে পড়ুয়ারা ধর্না তুলে নেয়। যদিও তারা জানিয়েছে, দ্রুত সমস্যাগুলোর সমাধান না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: বাথরুমের দরজা ভাঙা, পাখা চলে না! এটাই বর্ধমান রাজ কলেজের হোস্টেলের অবস্থা, বাধ্য হয়ে ধর্নায় বসল পড়ুয়ারা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement