Swimming Club: সাঁতারের মাধ্যমেই শরীর সুস্থ রাখতে শুরু বিশেষ ব্যবস্থা! দেখে নিন বিস্তারিত
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
শহরতলীর শিশুদের শরীরচর্চার জন্য নিউ ব্যারাকপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি রোডে রবীন্দ্র সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে তাই শুরু হল বিশেষ প্রশিক্ষণ।
উত্তর ২৪ পরগনা: বর্তমানে যুগে পড়াশোনার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধূলো, শরীরচর্চাও একান্ত জরুরী বলেই মত চিকিৎসকদের। আর তার জন্য শারীরিক বিকাশ ঘটাতে যোগ ব্যায়াম, শরীরচর্চার পাশাপাশি সাঁতারেরও বিশেষ ভূমিকা রয়েছে। শহরতলীর শিশুদের শরীরচর্চার জন্য নিউ ব্যারাকপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি রোডে রবীন্দ্র সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে তাই শুরু হল বিশেষ প্রশিক্ষণ।
শুধু ছোট ছোট ছেলে-মেয়েরাই নয়, বড়রাও চাইলে এই সাঁতার প্রশিক্ষণে যোগ দিতে পারেবন। এদিন পৌর প্রধান প্রবীর সাহার উপস্থিতিতে এবছরের সাঁতার প্রশিক্ষণ ক্লাস শুরু করা হল। মহিলারা সুবিধামতো সময়ে সাঁতার শিখে শরীরকে ভাল রাখাতে পারবেন। সকাল সাড়ে ছটা থেকে রাত নটা পর্যন্ত মোট পাঁচটি ক্লাস থাকছে এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে। ৩০ মিনিট করে সময় থাকবে এক কেটি ক্লাসের জন্য।
advertisement
advertisement
মার্চ থেকে অক্টোবর এই ৮ মাস চলবে সাঁতারের ক্লাস। ইতিমধ্যেই বহু ছেলে-মেয়ে সাঁতার প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছেন বলেও পুরসভা সূত্রে জানা গিয়েছে। বিশেষ প্রশিক্ষক দ্বারা এই সাঁতার শেখানো হচ্ছে।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশ করলেই মিলবে সরকারি চাকরি! দেখে নিন বিস্তারিত
তাপমাত্রার পারদ কিছুটা বাড়তেই জলে নেমে চলল সাঁতার প্রশিক্ষণ। যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশেষ নজরদারীরও ব্যবস্থা রয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্রে।
advertisement
Rudra Nrayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 7:22 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Swimming Club: সাঁতারের মাধ্যমেই শরীর সুস্থ রাখতে শুরু বিশেষ ব্যবস্থা! দেখে নিন বিস্তারিত