World Yoga Day: এক টাকার পাঠশালার পিছিয়ে পড়া ছেলেমেয়েদের যোগ দিবসে বিশেষ ক্লাস
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
বিশ্ব যোগ দিবসের দিনে দাঁড়িয়ে, শরীর কে সুস্থ সবল রাখতে, পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে এক টাকার পাঠশালায় পিছিয়ে পড়া কচিকাঁচাদের যোগাসনের মধ্যে দিয়ে সুস্থ থাকার বার্তা তুলে ধরা হল।
উত্তর ২৪ পরগনা: বিশ্ব যোগ দিবসের দিনে দাঁড়িয়ে, শরীর কে সুস্থ সবল রাখতে, পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে এক টাকার পাঠশালায় পিছিয়ে পড়া কচিকাঁচাদের যোগাসনের মধ্যে দিয়ে সুস্থ থাকার বার্তা তুলে ধরা হল।বর্তমান যুগে নানা শারীরিক সমস্যা থেকে মুক্ত থাকতে, অনেকেই কম বেশি যোগ আসন করে থাকেন। করোনাকালীন পরিস্থিতিতে সেভাবে যোগ দিবস পালন করা না গেলেও, এবছর আবারও এক টাকার পাঠশালায় পালন করা হল বিশ্ব যোগ দিবস।
পিছিয়ে পড়া পারুই সম্প্রদায়ের ছেলেমেয়েদের নিয়ে গড়ে উঠেছিল এক টাকার পাঠশালা। যা এখনও সুনামের সঙ্গে হাবরা টুনিঘাটা এলাকায় চালিয়ে যাচ্ছেন সঞ্জীব কাঞ্জিলাল। যে সমস্ত ছেলে-মেয়ে আর্থিক সামর্থের অভাবে, একসময় পড়াশোনার গণ্ডি থেকে অনেক দূরে ছিল। তারাই আজ এই পাঠশালায় পড়াশোনার মধ্যে দিয়ে উঠে আসছে উপরের সারিতে। জীবনে চলার পথে যাতে সব রকমের শিক্ষা তাদের থাকে সেই উদ্দেশ্যেই এই এক টাকার পাঠশালা।
advertisement
advertisement
এদিন তাই যোগ ব্যায়ামের ক্লাসের মধ্যে দিয়েই তাদের শেখানো হলো কিভাবে শরীরকে সুস্থ সবল রাখতে হবে। যোগ প্রশিক্ষক রঞ্জিত গোলদার শিশুদের শেখালেন, কোন যুগের মাধ্যমে বারে স্মৃতি শক্তি আবার কি আসন করলে দ্রুত লম্বা হওয়া যায়। শরীরকে সুস্থ রাখার চাবিকাঠিও এদিন নানা যোগাসনের মাধ্যমে দেখিয়ে দেন যোগ প্রশিক্ষক। এক টাকার পাঠশালার শিশুদেরও দেখা গেল প্রাণায়াম থেকে নানা ধরনের আসন নিজেদের রপ্ত করতে।
advertisement
শুধু তাই নয় এই কচিকাঁচারাও যাতে যোগের গুরুত্ব তার আশপাশের এলাকার মানুষদেরও শেখাতে পারে সেই বার্তাও দেওয়া হল। “করো যোগ রহ নিরোগ।” এই বার্তার মধ্যে দিয়েই আগামী দিনে যোগাসনের মাধ্যমে শিশু থেকে সকল বয়সের মানুষদের সুস্থতার কামনা করা হল এক টাকার পাঠশালার পক্ষ থেকে। এদিনের যোগাসনে ক্লাস করতে পেরে খুশি কচি কাচারাও।
advertisement
Rudra Narayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2023 4:52 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
World Yoga Day: এক টাকার পাঠশালার পিছিয়ে পড়া ছেলেমেয়েদের যোগ দিবসে বিশেষ ক্লাস