North 24 Parganas News: বদলির অর্ডারের পরও ট্রাফিক গার্ডের নতুন ভবনের উদ্বোধন করলেন এসপি

Last Updated:

রাজনারায়ণ মুখার্জিকে বারাসত থেকে সরিয়ে বীরভূমের পুলিশ সুপারের দায়িত্ব দিয়েছে নবান্ন। লাল মাটির জেলার দায়িত্ব নেওয়ার আগে তিনি মধ্যমগ্রাম ট্রাফিক গার্ডের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন।

+
title=

উত্তর ২৪ পরগনা: বদলির অর্ডার এসে গিয়েছে। কিন্তু নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগে মধ্যমগ্রাম ট্রাফিক গার্ডের নব নির্মিত ভবনের উদ্বোধন করলেন বারাসত পুলিশ জেলার সুপার রাজনারায়ণ মুখার্জি। উপস্থিত ছিলেন রাজ্যে খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ।
রোড অ্যাক্সিডেন্টের নিরিখে পশ্চিমবঙ্গ ভাল স্থানে আছে। সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্পের নিরন্তর প্রচারের হলে ধীরে ধীরে হলেও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তার ফলেই এসেছে এই সফলতা। মধ্যমগ্রাম ট্রাফিক গার্ডের নব নির্মিত ভবনের উদ্বোধনে এমন কথাই শোনা গেল রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মুখে। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারাসতের পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি, মধমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ সহ প্রশাসনিক আধিকারিকেরা। পুলিশ সুপার বলেন, কয়েকটি ক্ষেত্র বাদে অধিকাংশ স্থানেই ট্রাফিক ভবনের উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি অবৈধ পার্কিং আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণ হয়েছে। তবে ১০০ শতাংশ হয়েছে সেটা কখনোই বলা যাবে না।
advertisement
advertisement
উল্লেখ্য রাজনারায়ণ মুখার্জিকে বীরভূমের পুলিশ সুপারের দায়িত্ব দিয়েছে নবান্ন। লাল মাটির জেলার দায়িত্ব নেওয়ার আগে তিনি এই ট্রাফিক গার্ডে নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন। তাকে এই সুযোগ দেবার জন্য ধন্যবাদ জানান মন্ত্রী রথীন ঘোষকে। এদিকে ট্রাফিক কার্ডের এই ভবন উদ্বোধন হওয়ায় রোদ, ঝড়, জলে রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব সামলানো ট্রাফিক পুলিশ আধিকারিকেরা মাথাগোঁজার একটা অস্তানা পেলেন। নানা ক্ষেত্রে যান নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এই ট্রাফিক গার্ড থেকে সাধারণ মানুষের সুবিধা মিলবে বলেও জানানো হয়।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বদলির অর্ডারের পরও ট্রাফিক গার্ডের নতুন ভবনের উদ্বোধন করলেন এসপি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement