North 24 Parganas News- মা-র জন্মদিনে, মায়ের ইচ্ছায় নর-নারায়ণ সেবা করল ছেলে
- Published by:Samarpita Banerjee
Last Updated:
মায়ের জন্মদিন বলে কথা, আনন্দ ভাগ করে নিতে মায়ের ইচ্ছায় নর-নারায়ণ সেবা করল ছেলে
#উত্তর ২৪ পরগনা: রাজ্যের বিভিন্ন প্রান্তে স্টেশন ও হাট-বাজারে দেখতে পাওয়া যায় বহু দুঃস্থ ভবঘুরেদের। আধপেটা খেয়ে কোনরকমে দিন গুজরান করেন তারা। শীতের রাতে কষ্ট পেতেও দেখা যায় তাদের। এহেন দুঃস্থ মানুষদের কথা ক'জনইবা ভাবেন। তবে এই মানুষগুলোর মুখে একটু হাসি দেখলে অনেকটাই মিলে তৃপ্তি। সেই তৃপ্তির হাসি দেখতে চেয়েছিলেন হাবড়ার শঙ্করী সাহা। তাই ছেলের কাছে জানিয়েছিলেন এবারে কোন এক বিশেষ দিনে এরকম দুস্থ মানুষদের খাওয়াতে চান তিনি। মায়ের এই ইচ্ছার কথা শত কাজের মধ্যেও ভোলেননি ছেলে।
এদিন ছিল মায়ের জন্মদিন। মায়ের জন্মদিন বলে কথা, তাই মায়ের জন্মদিনে দুঃস্থ ও বৃদ্ধাশ্রম এর মানুষদের খাইয়ে দিনটিকে পালন করলেন ছেলে সুদিপ সাহা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সকালে উঠে নিজে হাতে রান্নার আয়োজন করেন শঙ্করী দেবী। মেনুতে ছিল নানান পদ। হাবড়া বানিপুর এলাকার বাসিন্দা বছর সত্তরের শঙ্করী সাহা। ছেলে ও পরিবারের আবদারে প্রতিবছর ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেও এবছর একটু অন্যভাবেই জন্মদিন পালনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর মায়ের ইচ্ছে পূরণে ছেলেও সম্মতি জানিয়ে আয়োজন করেছিলেন দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার। আয়োজনে ছিল না ত্রুটি। রান্না করা খাবার নিয়ে যাওয়া হয় স্থানীয় দুটি বৃদ্ধাশ্রমে। সেখানেও তৃপ্তি করে খাবার খেলেন প্রায় পঞ্চাশ জন বৃদ্ধ বৃদ্ধা। এদিন হাবড়া স্টেশনে প্রায় সত্তর জন ভবঘুরের হাতেও খাবার তুলে দিলেন সাহা পরিবারের সদস্যরা। খাবার হাতে পেয়ে তৃপ্তির হাসি দেখা গেল ভবঘুরেদের মুখেও।
view commentsLocation :
First Published :
February 16, 2022 4:13 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- মা-র জন্মদিনে, মায়ের ইচ্ছায় নর-নারায়ণ সেবা করল ছেলে