North 24 Parganas: শিবরাত্রির মেলা ঘিরে আনন্দে মেতে উঠছে অশোকনগরবাসি
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সন্ধ্যে হলেই ভিড় জমছে, কোভিড পরবর্তী পরিস্থিতিতে শিবরাত্রির মেলা ঘিরে আনন্দে মেতে উঠছে অশোকনগরবাসি
উত্তর ২৪ পরগনা: করোনা মহামারীর আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি ৷ খুলেছে স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান ৷ দোকান বাজার শপিং মল পর্যটন কেন্দ্র গুলোতেও ভিড় বাড়ছে মানুষের ৷ করোনার গ্রাফ নিচে নামতেই স্বাভাবিক জনজীবন ৷ এতদিনের বিধিনিষেধেও আনা হয়েছে শিথিলতা ৷ রাজ্যের বিভিন্নপ্রান্তে মেলা করার অনুমতি মিলেছে ৷ মেলার ওপরেই যাদের জীবন জীবিকা নির্ভর করে তাদের মুখেও ফুটেছে হাসি৷ রাজ্যের অন্যান্য জায়গায় পাশাপাশি উত্তর 24 পরগনা অশোকনগরে শিব বাড়ির সামনে শিব বাড়ির সামনে শিবরাত্রি উপলক্ষে বসেছে মেলা৷ মেলার চারপাশ ঘিরে বসেছে নানান ধরনের দোকান | খাওয়া-দাওয়া সাজগোজ শিশুদের খেলনা সহ নানান ধরনের দোকানে প্রতিদিনই ভিড় বাড়ছে উৎসুক মানুষের ৷ কোভিড সংক্রমণ রুখতে প্রায় দু বছর মেলার অনুমতি ছিল না ৷ ফলে একপ্রকার কর্মহীন হয়ে পড়েছিলেন মেলার উপর নির্ভরশীল ব্যবসায়ীরা৷ ফের সব আতঙ্ক কাটিয়ে মেলার অনুমতি মিলতেই ভালো রোজগারের আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা৷ দীর্ঘদিন ঘর বন্দী থাকার পর মেলা প্রাঙ্গণে এসে মুক্তির স্বাদ নিতে পেরে উচ্ছ্বসিত সকলেই। মেলায় অন্যান্য দোকানের পাশাপাশি বসেছে বিভিন্ন খাবারের দোকান আর সেখানেই পাওয়া যাচ্ছে পাপড় ভাজা থেকে শুরু করে আচার, পাপরি চাট, বাহারি পান সহ নানা খাবার। প্রতিদিন সন্ধ হলেই মেলায় ভিড় জমাচ্ছেন এলাকার মানুষজন। পাশাপাশি মেলা কর্তৃপক্ষ তরফ থেকে চলছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে অংশ নিচ্ছেন এলাকা এবং বহিরাগত শিল্পীরা। মেলাকে ঘিরে রীতিমতো উৎসবে চলছে অশোকনগরে।
Location :
First Published :
March 07, 2022 6:36 PM IST