North 24 Parganas News: সুন্দরবনে বীজ মেলা
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বীজ মেলায় বিভিন্ন প্রজাতির বীজের সমাহার দেখা গিয়েছে। প্রায় ২০০ টি স্টল বসে। রকমারি ফল, ফুলের দেশীয় বীজের সম্ভাহারে ভরে ওঠে মেলা।
উত্তর ২৪ পরগনা: নানান প্রজাতির ফল, ফুল, সবজি বীজের মেলা সুন্দরবনে। ভাল বীজে, ভাল ফসল এটিই কৃষির মূলমন্ত্র। কৃষিতে বিপ্লব ঘটাতে প্রযুক্তিতে যেমন নজর দিতে হবে তেমনই গুরুত্ব দিতে হবে বীজে।
আরও পড়ুন: নিত্য যানজট সঙ্গী জয়নগরের
সঠিক বীজের মান ও উন্নত বীজের গুরুত্ব দেশের কৃষক ও কৃষিকাজে সংশ্লিষ্টদের বোঝাতে উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে বসেছে এই বীজ মেলা। একটি বেসরকারি সংস্থা এই বীজ মেলা আয়োজন করেছে। তা দেখতে উপচে পড়েছে মানুষের ঢল।
advertisement
এই বীজ মেলায় বিভিন্ন প্রজাতির বীজের সমাহার দেখা গিয়েছে। প্রায় ২০০ টি স্টল বসে। রকমারি ফল, ফুলের দেশীয় বীজের সম্ভাহারে ভরে ওঠে মেলা। এই মেলাকে কেন্দ্র করে সুন্দরবন এলাকার চাষি ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। চাষিরা এই মেলায় এসে একে অপরের সঙ্গে বিভিন্ন ফল, ফুল, সবজির বীজ আদান প্রদান করেন। পাশাপাশি এখানে উন্নত প্রজাতির সবজি বীজ বিক্রি হয়েছে। অনেকেই চাষ করবেন বলে এই মেলা থেকে সেই বিজ কিনে নিয়ে যান।
advertisement
জুলফিকার মোল্লা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 28, 2023 10:22 PM IST









