North 24 Parganas News: ইছামতির গলদা চিংড়ির ভোগে খুশি হন রাজা কৃষ্ণচন্দ্রের সাধের ইটিন্ডা সিদ্ধেশ্বরী কালী

Last Updated:

ইছামতির গলদা চিংড়ির ভোগে পূর্ণতা পান রাজা কৃষ্ণচন্দ্রের সাধের ইটিন্ডা সিদ্ধেশ্বরী কালী

+
ইটিন্ডা

ইটিন্ডা কালী মন্দির

#উত্তর ২৪ পরগনা: ইছামতির গলদা চিংড়ির ভোগে পূর্ণতা পান রাজা কৃষ্ণচন্দ্রের সাধের ইটিন্ডার সিদ্ধেশ্বরী কালী। জানা যায়, প্রায় ৪০০ বছর আগে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় যশোহরের ধূমঘাট থেকে নৌপথে টাকিতে যাচ্ছিলেন। অধুনা ভারত-বাংলাদেশ সীমান্তের এই এলাকাটি সেই সময় ছিল অরণ্যে ঘেরা। দীর্ঘ নৌযাত্রার ফলে ক্লান্ত হয়ে বসিরহাট শহরের উত্তর-পূর্ব দিকে ইছামতি নদীর পাড়ে একটি স্থানে বিশ্রাম করার পরিকল্পনা নেন তিনি। রাত কাটানোর পর ইছামতি নদীর সূর্যোদয় দেখে তিনি আপ্লুত হন। সেই সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে তিনি সেখানে একটি গঞ্জ তৈরি করার সিদ্ধান্ত নেন। যার নামকরণ হয় ইটিন্ডা। পাশাপাশি সেই গ্রামে তিনি একটি কালী মন্দির তৈরি নির্দেশ দেন তৎকালীন টাকীর রায়চৌধুরী জমিদারদের। যেরকম কথা সেরকম কাজ। এলাকার বন-বাদাড় পরিষ্কার করে একদিকে যেমন গঞ্জ তৈরি হয়েছিল। অন্যদিকে তালে তাল মিলিয়ে গড়ে উঠছিল সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। বাঁশ ও বিচলির ছাউনি দিয়ে তৈরি হয়েছিল সেই মন্দির।
বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের ইটিন্ডা-পানিতর গ্রাম পঞ্চায়েতের ইটিন্ডা কলবাড়ি সংলগ্ন এলাকার সেই মন্দির কালের নিয়মে আজ কংক্রিটে রূপান্তরিত হয়েছে। কিন্তু তার ঐতিহ্য তথা পুজোর পরম্পরা কিছুই বদলায়নি আজও।
advertisement
আরও পড়ুন: উদ্ধার ৩০ হাজার নিষিদ্ধ মাদক-ট্যাবলেট, মালদহে এসটিএফের হাতে গ্রেফতার আন্তঃরাজ্য চক্র
শ্যামা পূজার দিন সাধারণত দেখা যায়, কোথাও মায়ের ভোগ দেওয়া হয় খিচুড়ি কোথাও বা নিরামিষ খাসির মাংস আবার কোথাওবা ইলিশ মাছ। কিন্তু ইটিন্ডার এই সিদ্ধেশ্বরী কালী মায়ের পুজো ইছামতির গলদা চিংড়ি ছাড়া সম্পূর্ণ হয় না। যুগ যুগ ধরে মৎস্যজীবীরা ইছামতি থেকে যে গলদা চিংড়ি মায়ের কাছে নিয়ে আসেন, সেগুলিই ভোগ রূপে মাকে অর্পণ করা হয়। যা রাজ্যের মধ্যে একপ্রকার নজির সৃষ্টি করে।
advertisement
লোক মুখে শোনা যায় এই মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত পার্শ্ববর্তী গ্রাম সংগ্রামপুরের দক্ষিণা কালী ইটিন্ডার এই সিদ্ধেশ্বরী কালী মায়ের সম্পর্কে বোন হন। তাদের মধ্যে এক মন্দির থেকে অন্য মন্দিরে যাতায়াতের গল্পও শোনা যায়। মায়ের পায়ের সামনে তিনটি ঘট স্থাপন করা আছে। যা একদিকে কালি অন্যদিকে শীতলা ও চন্ডীকে এক অনন‍্য রূপ দিয়েছে।
advertisement
লোকমুখে এও শোনা যায় মন্দির পার্শ্ববর্তী যে পুকুর রয়েছে সেখানে নাকি মা স্নান করতেন এবং একাধিক পূণ‍্য তিথিতে খাঁড়া হাতে মাকে রাস্তায় প্রদক্ষিণ করতেও দেখা যেত। এইরকম একাধিক ইতিহাস, গল্পকথা ও লোককথা জড়িয়ে রয়েছে এই সিদ্ধেশ্বরী কালী মায়ের সঙ্গে। যা আজও ঐতিহ্যকে বহন করে চলেছে।
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ইছামতির গলদা চিংড়ির ভোগে খুশি হন রাজা কৃষ্ণচন্দ্রের সাধের ইটিন্ডা সিদ্ধেশ্বরী কালী
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement