North 24 Parganas News: বন্ধ হয়ে যেতে পারে আস্ত একটি স্কুল, কী হবে সন্তানদের ভবিষ্যৎ! অভিভাবকদের ঘুম উড়েছে

Last Updated:

North 24 Parganas News: বন্ধ হয়ে যেতে পারে স্কুল, কি হবে সন্তানদের ভবিষ্যৎ! চিন্তায় অভিভাবক থেকে শিক্ষিকারা

+
বন্ধ

বন্ধ হয়ে যাবে স্কুল?

উত্তর ২৪ পরগনা: রাজ্যে কিছু স্কুল বন্ধ হতে চলেছে, এই কথা ছড়িয়ে পড়তেই, উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত একাধিক স্কুলের পাশাপাশি কুমড়া-কাশিপুর জুনিয়র হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের-সহ অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।
মাঝপথে এভাবে স্কুল বন্ধ হয়ে গেলে কী হবে সন্তানদের ভবিষ্যৎ!  প্রধান শিক্ষক থেকে শুরু করে অভিভাবকরা প্রত্যেকে চাইছেন এখন চাইছেন সরকার এই নির্দেশিকা প্রত্যাহার করুক। চালু থাক সমস্ত স্কুল। ইতিমধ্যেই অভিভাবকেরা প্রশ্ন তুলতে শুরু করেছেন আর্থিক সামর্থ্য না থাকায় সন্তানদের বেসরকারি স্কুল-সহ দূরবর্তী স্কুলে পাঠানো কষ্টকর হয়ে ওঠে সেই কারণেই স্থানীয় এলাকার এই সকল স্কুলেই ছাত্রছাত্রীদের শিক্ষাদানের জন্য ভর্তি করা হয়। এই স্কুল বন্ধ হলে গ্রাম অঞ্চলের গরীব ছেলেমেয়েরা কোথায় যাবে!
advertisement
advertisement
আরও পড়ুন: শহরে অ্যাডিনো-আতঙ্ক! জ্বর হলেই বাচ্চাকে উল্টোপাল্টা ওষুধ নয়, আগে দেখে নিন পুরসভা কী বলছে
রাজ্যের কম ছাত্র-ছাত্রী থাকা বিভিন্ন স্কুলগুলিকে চিহ্নিত করণ করে একটি তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে, সেখানেই প্রায় সাড়ে আট হাজার স্কুলের নাম রয়েছে। সেই তালিকায় কুমড়া কাশিপুর জুনিয়র হাই স্কুলের নাম থাকায় রীতিমতো সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছেন অভিভাবকেরা।
advertisement
পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও যাতে স্কুল বন্ধ না হয় তার দাবি জানাচ্ছেন। আগের থেকে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে সরকারের উচিত যাতে আরও ছাত্র-ছাত্রীর পরিমাণ স্কুলে বাড়ে তার দিকে নজর দেওয়া মনে করছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। কী হবে স্কুলের ভবিষ্যৎ, এখন সেদিকেই তাকিয়ে শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা।
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বন্ধ হয়ে যেতে পারে আস্ত একটি স্কুল, কী হবে সন্তানদের ভবিষ্যৎ! অভিভাবকদের ঘুম উড়েছে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement