Sandip Ghosh Arrest: 'স্বস্তি পেয়েছি, তবে...’ সন্দীপ ঘোষের গ্রেফতারির পর বড় দাবি নির্যাতিতার পরিবার
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Sandip Ghosh Arrest: আরজি কর কাণ্ডে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই সিবিআই গ্রেফতার করেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আর এই খবর পেতেই রীতিমত খুশি নির্যাতিতার পরিবার-সহ প্রতিবেশীরা। তবে, এই খুশি সাময়িক।
উওর ২৪ পরগনা: আরজি কর কাণ্ডে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই সিবিআই গ্রেফতার করেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আর এই খবর পেতেই রীতিমত খুশি নির্যাতিতার পরিবার-সহ প্রতিবেশীরা। তবে, এই খুশি সাময়িক। কারণ যতদিন না প্রকৃত খুনীরা, আসল অপরাধীরা সাজা পাচ্ছে ততদিন শান্তি মিলবে না বলেও জানিয়ে দেওয়া হয় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। প্রকৃত ঘটনা রহস্য এখনও রয়েছে অজানা।
নানা ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করতেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে, এই দুর্নীতির পর্দা ফাঁস করতেই হয়তো চেয়েছিল চিকিৎসক তরুণী। তার জন্যই হয়ত খুন করা হয়েছে তাঁকে, তাই এই ঘটনার সঙ্গেও সন্দীপ ঘোষ জড়িত রয়েছেন পাশাপাশি আরও অনেকে জড়িত রয়েছেন বলেও অনুমান নির্যাতিতার পরিবার-সহ প্রতিবেশীদের।
advertisement
আরও পড়ুনঃ নিজাম প্যালেসে সন্দীপ ঘোষ! হঠাৎ সেই অফিসেরই রেসিডেন্সিয়াল কোয়ার্টারে আগুন, পৌঁছল দমকল
এদিন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে মৃত চিকিৎসক তরুনীর কাকিমা বলেন, “২৫ দিন ধরে যে ছাত্রছাত্রীরা বা ডাক্তাররা আন্দোলন করছে, এটা তাঁদের নৈতিক জয়। সঙ্গে আমাদের পরিবারেরও একটা নৈতিক জয়। আমাদের মনে হচ্ছে যে বিচার ঠিক পথেই এগোচ্ছে এবং আমরা সুবিচার পাব। আমাদের এও মনে হচ্ছে এই ঘটনার পিছনে যে সমস্ত রাঘব বোয়ালরা আছে তারা একটা সময় গ্রেফতার হবে।” তিনি আরও বলেন, “আমাদের মেয়ে দুর্নীতির শিকার হয়েছে, সেক্ষেত্রে ডা: সন্দীপ ঘোষের গ্রেফতার কোথাও গিয়ে কিছুটা হলেও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবে এখনও পর্যন্ত নির্যাতিতার আত্মা শান্তি পায়নি বলেও মনে করেন কাকিমা।
advertisement
advertisement
তাঁর কোথায়, ‘যেদিন এই অপরাধের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষ ফাঁসি কাঠে ঝুলবে বা চরম শাস্তি পাবে সেদিনকে আমরা বলতে পারব আমাদের মেয়ে শান্তি পেয়েছে এবং আমরাও পরিবারের পক্ষ থেকে শান্তি পেয়েছি।’ তবে প্রতিবেশীদের তরফ থেকে বিষয়টি নিয়ে জানানো হয়, যেহেতু এখনও পর্যন্ত সিবিআই আরজি করে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে সন্দীপ ঘোষ কে সেই জায়গা থেকে নির্যাতিতাকে খুনের ঘটনার সঙ্গে সন্দীপ ঘোষ যে জড়িত তা যতক্ষণ না প্রকাশ্যে আসছে পাশাপাশি যে নৃংশসভাবে খুন করা হয়েছে ওই চিকিৎসক তরুণীকে তার গোটা ঘটনা প্রকাশ্যে আসছে ও প্রকৃত দোষীরা চরম থেকে চরমতম শাস্তি পাচ্ছে ততদিন যেন স্বস্তি মিলবে না নির্যাতিতার পরিবার ও প্রতিবেশী সহ আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদেরও এমনটাই মত প্রতিবেশীদের।
advertisement
আরও পড়ুনঃ চিকিৎসক বা নাগরিক সমাজের উদ্দেশ্যে কোনও কটু কথা নয়, কর্মীদের কড়া বার্তা অভিষেকের
তাঁদের অনুমান, সন্দীপ ঘোষ-সহ আরও অনেকেই এই নৃশংস খুনের ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। এখন দেখার সিবিআই গ্রেফতার করার পর দুর্নীতির পাশাপাশি নির্যাতিতার খুনের ঘটনায় সন্দীপ ঘোষের ভূমিকা কতটা তা প্রকাশ্যে আসে। আন্দোলনরত ছাত্রদের ডাকে আরজিকরের প্রতিবাদ মঞ্চেও নির্যাতিতার গোটা পরিবার যোগ দেবে বলেও জানানো হয়।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2024 1:31 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Sandip Ghosh Arrest: 'স্বস্তি পেয়েছি, তবে...’ সন্দীপ ঘোষের গ্রেফতারির পর বড় দাবি নির্যাতিতার পরিবার