Fire Accident: নিজাম প্যালেসে সন্দীপ ঘোষ! হঠাৎ সেই অফিসেরই রেসিডেন্সিয়াল কোয়ার্টারে আগুন, পৌঁছল দমকল
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Arpita Hazra
Last Updated:
ফের শহরে আগুন! আজ, মঙ্গলবার সকালবেলায় নিজাম প্যালেসের পিছনে দিকে আগুন লাগে। সূত্রের খবর অনুসারে, রেসিডেন্সিয়াল কোয়ার্টার আগুন লাগে। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ৩টি ইঞ্জিন।
কলকাতাঃ ফের শহরে আগুন! আজ, মঙ্গলবার সকালবেলায় নিজাম প্যালেসের পিছনে দিকে আগুন লাগে। সূত্রের খবর অনুসারে, রেসিডেন্সিয়াল কোয়ার্টার আগুন লাগে। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ৩টি ইঞ্জিন।
আরও পড়ুনঃ সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দুশেখরের! এরপর কে? প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ
আরজি কর মেডিক্য়াল কলেজে দুর্নীতির মামলায় গতকাল, সোমবার রাতেই সিবিআই(CBI) গ্রেফতার করেছে প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে। তাঁকে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়। হঠাৎ সেই অফিস চত্বরের রেসিডেন্সিয়াল কোয়ার্টারে আগুন।
advertisement
আরও পড়ুনঃ চিকিৎসক বা নাগরিক সমাজের উদ্দেশ্যে কোনও কটু কথা নয়, কর্মীদের কড়া বার্তা অভিষেকের
সকালবেলা আগুন লাগার পর আবাসিকরা বেরিয়ে আসে। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, হতাহতের কোনও খবর নেই এখনও পর্যন্ত। কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির কিছু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2024 10:52 AM IST