North 24 Parganas News: ব্যবসায়ী থেকে 'সৎকার বন্ধু' সমীর! কাহিনী শুনলে অবাক হবেন

Last Updated:

North 24 Parganas News: একসময় মহিলাদের ব্লাউজের ব্যবসা ছিল তার, তবে ভাগ্যের পরিহাসে সেই ব্যবসা সঙ্গ না দিলে, এখন তিনি সংসার চালাতে হাজির শ্মশানে।

+
সৎকার

সৎকার বন্ধু

উত্তর ২৪ পরগনা: একসময় মহিলাদের ব্লাউজের ব্যবসা ছিল তার, তবে ভাগ্যের পরিহাসে সেই ব্যবসা সঙ্গ না দিলে, এখন তিনি সংসার চালাতে হাজির শ্মশানে। পেট চালাতে শ্মশানে সৎকার বন্ধুর কাজ বেছে নিয়েছেন তিনি। প্রতিদিন শ্মশানে আসা মৃতদেহ সৎকার করে তবেই জীবিকা অর্জন করতে হয় গোবরডাঙ্গা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমীর রায় কে। তার সঙ্গে কথা বলে জানা যায়, আর্থিক সামর্থ্য না থাকায় তেমনভাবে হয়ে ওঠেনি পড়াশোনা।
তিন ভাইয়ের মধ্যে সে-ই সব থেকে ছোট। কোনওরকমে শুরু করেছিলেন ব্লাউজের ব্যবসা। কিন্তু, নানা কারণে ক্ষতির সম্মুখীন হয়ে ছাড়তে হয় সেই ব্যবসা। তারপর থেকেই নানাভাবে কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে পৌঁছন গোবরডাঙ্গা শ্মশানে। প্রথমে কাঠ গোছানোর মধ্যে দিয়ে শুরু করেন কাজ। সেই সময় অন্য সৎকার কর্মীর দাহকার্য দেখে যেটুকু শেখা।
advertisement
advertisement
অতীতে যে শ্মশানকে কিছুটা এড়িয়ে চলতেন, আজ সেই শ্মশানেই নিজের আবেগকে চেপে রেখে সৎকার বন্ধুর কাজ করতে হচ্ছে সমীরকে। এখন শ্মশানে আসা মৃতদেহ, তাদের নাম নথিভুক্ত করা থেকে শুরু করে চিতা সাজানো সবটাই সামলান এই যুবক। কোনও একদিন শ্মশানে মৃতদেহের চাপ থাকায়, সমীরের ডাক পড়ে।
advertisement
প্রথম দিনই নিজের হাতে চারটি মৃতদেহ সৎকারের কাজ করে শুরু হয় সৎকার বন্ধু হিসাবে পথ চলা। সেই থেকে এখনও নিয়ম করে গোবরডাঙ্গা শ্মশানের সৎকার বন্ধুর কাজ করে চলেছেন সমীর রায়। তার কথায়, ‘কোন কাজই যে ছোট নয়’।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ব্যবসায়ী থেকে 'সৎকার বন্ধু' সমীর! কাহিনী শুনলে অবাক হবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement