Rose Day 2024: তাজা থাকে ১৫ দিন! চাহিদার জনপ্রিয়তায় বাংলাকে টেক্কা দিল এই রাজ্যের গোলাপ!

Last Updated:

Rose Day 2024: এই বিশেষ গোলাপ কাউকে উপহার দিলে তা থাকবে প্রায় ১৫ দিন, ফলে আপনার ভালোবাসার চিহ্ন সতেজ থাকবে পুরো ভ্যালেন্টাইন সপ্তাহ।

+
ব্যাঙ্গালোর

ব্যাঙ্গালোর গোলাপ

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: শুরু হয়েছে ভ্যালেন্টাইন্স সপ্তাহ উদযাপন। রোজ ডে থেকে শুরু করে চলছে ভালবাসা উদযাপনের পালা। আর ভালবাসা নিবেদনের অন্যতম উপহারস্বরূপ গোলাপ ফুলের জুড়ি মেলা ভার। তবে এবার সাধারণ গোলাপকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে ব্যাঙ্গালোর গোলাপ। কারণ একটাই এই বিশেষ গোলাপ কাউকে উপহার দিলে তা থাকবে প্রায় ১৫ দিন, ফলে আপনার ভালবাসার চিহ্ন সতেজ থাকবে পুরো ভ্যালেন্টাইন সপ্তাহ। তাই এখন ফুলের দোকানে ব্যাঙ্গালোর গোলাপের চাহিদা সবচেয়ে বেশি, মেনে নিচ্ছেন বিক্রেতারাও।
ভালবাসার সপ্তাহ পালনের শুরু থেকেই গোলাপের চাহিদা লক্ষ করা গিয়েছে। তাই ফুল বিক্রেতারাও লাভের আশায় লোকাল গোলাপের পাশাপাশি ব্যাঙ্গালোর গোলাপ আগে ভাগেই মজুত করে রেখেছেন। তবে এ বছর সাধারণত চেনা লাল লোকাল গোলাপের তুলনায় অনেক অংশেই বেশি বিক্রি হচ্ছে ব্যাঙ্গালোর গোলাপ। হরেক রকম মন কাড়া রঙে মিলছে এই গোলাপ। তবে দাম একটু বেশি হলেও মানুষ চাইছেন এই গোলাপ কিনতে। কারণ, বিশেষ করে এই গোলাপ সতেজ থাকে প্রায় ১৫ দিন বলে দাবি বিক্রেতাদের।
advertisement
আরও পড়ুন : গোলাপের দাম ১৩০ কোটি টাকারও বেশি! নীল থেকে কালো…বিশ্বের বিরল ও মহার্ঘ্যতম গোলাপদের কথা জানুন
ফলে উপহার দেওয়া গোলাপ সতেজ থাকবে এই চিন্তা করেই বাংলার গোলাপকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেল ব্যাঙ্গালোর গোলাপ। জেলার ফুলের দোকানগুলিতে আলাদা জায়গা করে নিয়েছে এই প্রজাতির গোলাপ। ভালবাসার উদযাপনের সপ্তাহে ফুলের দোকানগুলিতে ভিড় দেখা গেলেও, মহিলাদের নজর কাড়ছে এই ব্যাঙ্গালোর গোলাপ।
advertisement
advertisement
হলুদ, সাদা, লাল রঙের পাশাপাশি দুই রঙের মিশ্রণের গোলাপও কিনতে দেখা যাচ্ছে মহিলা পুরুষ উভয়কেই। তাই ভ্যালেন্টাইন সপ্তাহে গোলাপ ফুল দিতে চাইলে আপনিও কিনতে পারেন এই ব্যাঙ্গালোর গোলাপ। যা উপহার দিলে ভালবাসার চিহ্ন সতেজ থাকবে পুরো ভ্যালেন্টাইন সপ্তাহ জুড়েই।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Rose Day 2024: তাজা থাকে ১৫ দিন! চাহিদার জনপ্রিয়তায় বাংলাকে টেক্কা দিল এই রাজ্যের গোলাপ!
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement