Rose Day 2024: গোলাপের দাম ১৩০ কোটি টাকারও বেশি! নীল থেকে কালো...বিশ্বের বিরল ও মহার্ঘ্যতম গোলাপদের কথা জানুন

Last Updated:
Rose Day 2024: ভালবাসা যেরকম অমূল্য এবং দুষ্প্রাপ্য, ঠিক সেরকম কিছু গোলাপের কথাও এই রোজ ডে-তে না জানলেই নয়। যা জেনে নিজের যেমন অবাক লাগবে, তেমনই আবার জানিয়ে চমকে দেওয়া যাবে মনের মানুষটিকেও।
1/9
বসন্ত তো এসেই যাবে আর কয়েক দিন পরে। দিন-ক্ষণ মেনে বললে ঠিক ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ থেকে। বাংলা পঞ্জিকা মতে ওটাই বসন্তের প্রথম দিন, তারিখ ১ ফাল্গুন।
বসন্ত তো এসেই যাবে আর কয়েক দিন পরে। দিন-ক্ষণ মেনে বললে ঠিক ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ থেকে। বাংলা পঞ্জিকা মতে ওটাই বসন্তের প্রথম দিন, তারিখ ১ ফাল্গুন।
advertisement
2/9
আজ, বুধবার থেকেই যে শুরু হয়ে গিয়েছে এই বছরের ভ্যালেন্টাইন্স উইক। ভালবাসার সপ্তাহের এই প্রথম দিন ধার্য করা হয়েছে গোলাপের উদ্দেশে, নামও তাই রোজ ডে।
আজ, বুধবার থেকেই যে শুরু হয়ে গিয়েছে এই বছরের ভ্যালেন্টাইন্স উইক। ভালবাসার সপ্তাহের এই প্রথম দিন ধার্য করা হয়েছে গোলাপের উদ্দেশে, নামও তাই রোজ ডে।
advertisement
3/9
ভালবাসা যেরকম অমূল্য এবং দুষ্প্রাপ্য, ঠিক সেরকম কিছু গোলাপের কথাও এই রোজ ডে-তে না জানলেই নয়। যা জেনে নিজের যেমন অবাক লাগবে, তেমনই আবার জানিয়ে চমকে দেওয়া যাবে মনের মানুষটিকেও।
ভালবাসা যেরকম অমূল্য এবং দুষ্প্রাপ্য, ঠিক সেরকম কিছু গোলাপের কথাও এই রোজ ডে-তে না জানলেই নয়। যা জেনে নিজের যেমন অবাক লাগবে, তেমনই আবার জানিয়ে চমকে দেওয়া যাবে মনের মানুষটিকেও।
advertisement
4/9
জুলিয়েট রোজ: ভালবাসার ঈশ্বরীর নাম যে গোলাপের গায়ে, তার দাম তো বেশি হবেই, এক একটি ফুলের দামই আনুমানিক ১৫.৮ মিলিয়ন ডলারে পৌঁছয়। সাদা পাপড়ির ভিতরে পিচ রঙের কোরকের বিন্যাস আর মিষ্টি গন্ধ- এ তুলনাহীন। ফেরারি অব ফ্লাওয়ার বলে পরিচিত এই গোলাপের দাম ভারতীয় মুদ্রায় ১৩০ কোটি টাকারও বেশি।
জুলিয়েট রোজ: ভালবাসার ঈশ্বরীর নাম যে গোলাপের গায়ে, তার দাম তো বেশি হবেই, এক একটি ফুলের দামই আনুমানিক ১৫.৮ মিলিয়ন ডলারে পৌঁছয়। সাদা পাপড়ির ভিতরে পিচ রঙের কোরকের বিন্যাস আর মিষ্টি গন্ধ- এ তুলনাহীন। ফেরারি অব ফ্লাওয়ার বলে পরিচিত এই গোলাপের দাম ভারতীয় মুদ্রায় ১৩০ কোটি টাকারও বেশি।
advertisement
5/9
রোজ দ্য মিউ : এই গোলাপের চাষ হয় ফ্রান্সে। এমনিতে যে কোনও গোলাপের পাপড়িই ঘন, কিন্তু এর পাপড়ির বিন্যাস খুবই আষ্টেপৃষ্টে থাকে, ফলে ফুলের ভিতর থেকে একটা লাল আভা ফুটে বের হয়। দাম আনুমানিক ১.৮ মিলিয়ন ডলার।
রোজ দ্য মিউ : এই গোলাপের চাষ হয় ফ্রান্সে। এমনিতে যে কোনও গোলাপের পাপড়িই ঘন, কিন্তু এর পাপড়ির বিন্যাস খুবই আষ্টেপৃষ্টে থাকে, ফলে ফুলের ভিতর থেকে একটা লাল আভা ফুটে বের হয়। দাম আনুমানিক ১.৮ মিলিয়ন ডলার।
advertisement
6/9
গোল্ড অফ ওফির রোজ: ফুল এবং বিলাসিতার চূড়ান্ত প্রতীক, এর প্রতিটি পাপড়িতে সন্তর্পণে সোনার জল করা হয়, যা একে দেয় এক অনবদ্য দ্যুতি, দাম আনুমানিক ১.১৫ মিলিয়ন ডলার।
গোল্ড অফ ওফির রোজ: ফুল এবং বিলাসিতার চূড়ান্ত প্রতীক, এর প্রতিটি পাপড়িতে সন্তর্পণে সোনার জল করা হয়, যা একে দেয় এক অনবদ্য দ্যুতি, দাম আনুমানিক ১.১৫ মিলিয়ন ডলার।
advertisement
7/9
ব্ল্যাক বাখারা রোজ: গোলাপ কালো হয় কি না এই নিয়ে বিতর্ক রয়েছে। তবে, ভালবাসা যেমন গভীর হয়, এর রঙও তেমনই গাঢ় বার্গান্ডি, বিরল রঙের জন্যই এটির এত চাহিদা, দাম আনুমানিক ১০০-১৫০ ডলার।
ব্ল্যাক বাখারা রোজ: গোলাপ কালো হয় কি না এই নিয়ে বিতর্ক রয়েছে। তবে, ভালবাসা যেমন গভীর হয়, এর রঙও তেমনই গাঢ় বার্গান্ডি, বিরল রঙের জন্যই এটির এত চাহিদা, দাম আনুমানিক ১০০-১৫০ ডলার।
advertisement
8/9
 ব্লু মুন রোজ : হালকা নীলচে আভা এই গোলাপকে যেমন দুর্লভ করে তুলেছে, তেমনই আবার ছকে বাঁধা উপহারের তালিকায় মহার্ঘ্য করেছে। এর একেকটির দাম পড়ে আনুমানিক ৮০ ডলার।
ব্লু মুন রোজ : হালকা নীলচে আভা এই গোলাপকে যেমন দুর্লভ করে তুলেছে, তেমনই আবার ছকে বাঁধা উপহারের তালিকায় মহার্ঘ্য করেছে। এর একেকটির দাম পড়ে আনুমানিক ৮০ ডলার।
advertisement
9/9
ওসিরিয়া রোজ : মনমাতানো গন্ধের কথা বাদই দেওয়া যাক, এই গোলাপের আসল মজা একই ফুলে লাল আর সাদা পাপড়ির যুগলবন্দিতে, যা যে কারও মন কাড়তে বাধ্য, দাম পড়ে আনুমানিক ৩০-৩৫ ডলার।
ওসিরিয়া রোজ : মনমাতানো গন্ধের কথা বাদই দেওয়া যাক, এই গোলাপের আসল মজা একই ফুলে লাল আর সাদা পাপড়ির যুগলবন্দিতে, যা যে কারও মন কাড়তে বাধ্য, দাম পড়ে আনুমানিক ৩০-৩৫ ডলার।
advertisement
advertisement
advertisement