North 24 Parganas News: জেল হেফাজতে রহস্যজনক মৃত্যু বন্দির, বিনা চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

Last Updated:

North 24 Parganas News: সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া রোহিত যাদবের আচমকা মৃত্যু ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে। জানা গিয়েছে, তদন্ত চলাকালীন জেল হেফাজতে মৃত্যু হয়েছে রোহিতের।

দমদম সেন্ট্রাল জেলে সাজা প্রাপ্ত বন্দীর মৃত্যু
দমদম সেন্ট্রাল জেলে সাজা প্রাপ্ত বন্দীর মৃত্যু
ভাটপাড়া: ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় ভাটপাড়া ১৭ নম্বর ওয়ার্ডের পুরানি তালাব এলাকায় খুন হয় আকাশ যাদব নামে এক যুবক। ভোট পরবর্তী হিংসায় আকাশ যাদব খুনের ঘটনায় উঠে আসে রোহিত যাদব ও তার ভাই সুমিত যাদবের নাম। আদালতের নির্দেশে ভোট পরবর্তী হিংসার ঘটনা তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তারপরই  জোরদার তদন্ত শুরু হয়।
এবার আকাশ যাদব খুনের ঘটনায় সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া রোহিত যাদবের আচমকা মৃত্যু ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে। জানা গিয়েছে, তদন্ত চলাকালীন জেল হেফাজতে মৃত্যু হয়েছে রোহিতের। রোহিতের পরিবারকে তার মৃত্যুর খবর জানায় জগদ্দল থানার পুলিশ। রোহিতির আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত পুরানিতলা এলাকা।
advertisement
advertisement
রোহিতের পরিবারের অভিযোগ, জেলে থাকাকালীন বিগত চার-পাঁচ মাস ধরেই শারীরিক অসুস্থায় ভুগছিলেন রোহিত। সেই বিষয়ে পরিবারের তরফে আদালতে এবং জেল কতৃপক্ষের কাছে একাধিকবার জানিয়ে কোনও লাভ হয় নি।কেউ কোনও সুরাহা করে নি। পরিবারের অভিযোগ, শেষমেষ কার্যত বিনা চিকিৎসাতেই জেল হেফাজতে মৃত্যু হয়েছে রোহিতের। ঘটনা সঠিক তদন্তের দাবি জানাচ্ছে রোহিতের পরিবার ও এলাকাবাসী।পরিবারের লোকজন দাবিতে জানিয়েছেন, তারা বিষয়টি জেল সুপার এবং প্রশাসনকে জানিয়েছিলেন কিন্তু তাতেও কোনও সুফল হয় নি। যদি রোহিতের সঠিক  চিকিৎসা হতো তাহলে এইভাবে অকালে মৃত্যু হতো না। ইচ্ছাকৃতভাবে রোহিতকে মেরে ফেলেছে। প্রশাসনের কাছে তারা লিখিত অভিযোগ করবে। এবং তারা আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।
advertisement
অরুণ ঘোষ
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: জেল হেফাজতে রহস্যজনক মৃত্যু বন্দির, বিনা চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement