North 24 Parganas News: সরকারি হাসপাতালে কি জুনিয়র ডাক্তারদের দিয়েই করানো হচ্ছে অপারেশন! উঠছে প্রশ্ন
Last Updated:
সরকারি হাসপাতালে কি জুনিয়র ডাক্তারদের দিয়েই করানো হচ্ছে অপারেশন! উঠছে প্রশ্ন
#উত্তর ২৪ পরগনা: সরকারি হাসপাতালে কি জুনিয়র ডাক্তারদের দিয়েই করানো হচ্ছে অপারেশন? কামারহাটির সাগর দত্ত হাসপাতালের ঘটনা সামনে আসতেই উঠছে প্রশ্ন। চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুকে কেন্দ্র করে আবারও ব্যাপক উত্তেজনা তৈরী হল কামারহাটি সাগর দত্ত হাসপাতালে। জানা গিয়েছে, নিমতা নিউ আলিপুর এলাকার বছর ৫৫ বাসিন্দা উত্তম পাল পেটে গলব্লাডার স্টোন অপারেশনের জন্য ভর্তি হয়েছিল কামারহাটি সাগর দত্ত হাসপাতালে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, মাইক্রো সার্জারি করে অপারেশন করানো হবে। কিন্তু অপারেশনের পর পরিবারের লোকজন দেখতে পান, রোগীর পেট কেটে অপারেশন করা হয়েছে। ফলে রোগীর শারীরিক অবনতি ঘটে ও মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে, এর পর কামারহাটি সাগর দত্ত হাসপাতালের সামনে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের লোকজন। মৃত রোগীর পরিবারের লোকজনের অভিযোগ, হাসপাতালে সিনিয়র ডাক্তারকে দিয়ে অপারেশন না করিয়ে জুনিয়ার ডাক্তারদের দিয়ে অপারেশন করানো হচ্ছে।
advertisement
advertisement
ফলে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে সাগর দত্ত হাসপাতালে বলেও উড়ছে অভিযোগ। দোষী ডাক্তারের উপযুক্ত শাস্তির দাবি তুলেও বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। এত দিন অপেক্ষা করার পরও কেন সেই জুনিয়র ডাক্তারদের দিয়েই অপারেশন করানো হল তার তদন্তও দাবি করছেন রোগীর পরিবার।
advertisement
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে আসতে হয় কামারাহাটি ও বেলঘড়িয়া থানার বিশাল পুলিশকেও। গোটা ঘটনায় হাসপাতালের তরফ থেকে কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, সূত্র মার্কা জানা যায় বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতর তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে।
রুদ্র নারায়ণ রায়
view commentsLocation :
First Published :
October 20, 2022 9:18 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সরকারি হাসপাতালে কি জুনিয়র ডাক্তারদের দিয়েই করানো হচ্ছে অপারেশন! উঠছে প্রশ্ন