Pulwama Officer: অবশেষে ঘরে ফিরলেন পুলওয়ামা হামলার সাক্ষী! যা বললেন সেই জওয়ান, মাথা ঘুরে যাবে
- Published by:Raima Chakraborty
Last Updated:
Pulwama Officer: ভারতীয় সেনায় নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার বার্তা, পরিবারের কাছে ফিরলেন পুলওয়ামা হামলার সাক্ষী থাকা সৈনিক।
উত্তর ২৪ পরগনা: কঠোর পরিশ্রম ও প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নেওয়ার ক্ষমতা একমাত্র রয়েছে সৈনিকদের। তাই দেশের গর্ব সৈনিকরাই। বিশ্বের দরবারে ভারতীয় সেনাবাহিনীর নাম প্রথম সারিতে উঠে এসেছে। তবে দীর্ঘদিন সেনাবাহিনীতে জীবন কাটিয়ে অবসর নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায় দিন গোনে পরিবার-পরিজনরা।
তেমনই দেশের সেবায় আঠেরো বছর ধরে নিয়োজিত থাকা ভারতমাতার বীর সন্তান ফিরলেন পরিবারের কাছে। আর তাঁকে ঘিরেই যেন দেখা গেল আনন্দ উৎসবের মেজাজ জগদ্দলে। জগদ্দলের কলাবাগান এলাকার বাসিন্দা পিন্টু সিং সেনাবাহিনী থেকে অবসর নিয়ে ফিরলেন নিজের এলাকায়। ২০০৫ সালের কাঁচরাপাড়া থেকে চাকরি জীবনের যাত্রা শুরু করেন তিনি। পুলওয়ামা জঙ্গি হামলা দেখেছেন চোখের সামনে। ঘটনায় শহিদ হয়েছিলেন দেশের বহু সৈনিক, সেই ক্ষত আজও বহন করে বেড়াচ্ছেন জগদ্দল এর বীর সেনা পিন্টু সিং।
advertisement
আরও পড়ুন: ভোট আসলেই মমতার পায়ে কী হয়! বিস্ফোরক দাবি শুভেন্দুর! ফিরে এল নন্দীগ্রাম-স্মৃতি
তাৎপর্যপূর্ন্য ভাবে পুলওয়ামা হামলার দিন ঘটনাস্থলেই ছিলেন তিনি। ভাগ্যের জোড়ে সেদিন বেঁচে গিয়েছিলেন পিন্টু বলেও জানান। এছাড়াও, কর্মজীবনে তাঁকে যেতে হয়েছে প্রবল প্রতিকূল পরিস্থিতির মধ্যে লে, লাদাখ, সিয়াচেনের মতো দুর্গম জায়গাতেও। নিজের দায়িত্বে ছিলেন অবিচল। দীর্ঘ এই সেনাবাহিনীর জীবন কাটিয়ে, জগদ্দলে ফিরতেই একদিকে যেমন আনন্দের মেজাজ, অন্যদিকে খানিকটা বিষাদের শুধু লক্ষ্য করা গেল তার মধ্যে।
advertisement
advertisement
আরও পড়ুন: সপ্তাহে দু'দিন করে ফুচকা খান, শরীরে অদ্ভুত সব পরিবর্তন হবে! জানলে নিজেই চমকে উঠবেন
তবে ঘরের ছেলে ঘরে ফিরে আসায় খুশি পরিবার পরিজনরা। ছেলেকে নিয়ে প্রতিদিন দুশ্চিন্তায় দিন কাটিয়েছে মা। সেনাবাহিনীদের নিয়ে তৈরি সংগঠনের তরফে থেকে অবসরপ্রাপ্ত সেনাকর্মী পিন্টু সিংকে স্বাগত জানানো হয় জগদ্দল স্টেশনে ফুল মালা দিয়ে। আর তা ঘিরেই তৈরি হয়েছিল উৎসবের মেজাজ। তবে দেশের সেবায় নতুন প্রজন্মের ছেলেমেয়েদের এগিয়ে আসার বার্তাও তুলে ধরা হয় এই বীরসেনার তরফ থেকে।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2023 9:22 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Pulwama Officer: অবশেষে ঘরে ফিরলেন পুলওয়ামা হামলার সাক্ষী! যা বললেন সেই জওয়ান, মাথা ঘুরে যাবে