North 24 Parganas News: উৎসবের মেজাজে বারাসাত, পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় জেলা প্রশাসনের কর্তারা
Last Updated:
উৎসবের মেজাজে বারাসাত, পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় জেলা প্রশাসনের কর্তারা
#উত্তর ২৪ পরগনা: ধীরে ধীরে সেজে উঠছে জেলা সদর শহর বারাসাত। হাতেগোনা কয়েকদিন পরই শুরু হয়ে যাবে উৎসবের আনন্দ। ঝলমল করবে রাস্তাঘাট সহ গোটা বারাসাত। লক্ষাধিক মানুষের ভিড় সামাল দিতে তাই তৈরি হচ্ছে পুজো উদ্যোক্তাদের পাশাপাশি প্রশাসনও। কালিপুজোর আগেই বারাসতের বিভিন্ন পুজোমন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা।
বারাসাত কালী পূজার জন্য বিখ্যাত। লক্ষ লক্ষ দর্শনার্থী বারাসতের কালী পূজা দেখতে আসেন দূর দূরান্ত থেকে। বারাসাত শহরে কালীপুজো উপলক্ষে একের পর এক বড় বড় থিমের পুজোর লড়াই চলে। মন্ডপ ও প্রতিমা দেখতে ভিড় জমে দর্শনার্থীদের।
তাদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্যই জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি, অ্যাডিশনাল পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর সহ বারাসাত পুলিশি আধিকারিকরা বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শন করেন। বারাসাত শহরের বুক চিরে বেরিয়ে গেছে ৩৪ ও ৩৫ নম্বর জাতীয় সড়ক। দর্শনার্থীদের কথা মাথায় রেখে ৩৫ নম্বর জাতীয় সড়ক খুলে রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
অন্যদিকে, ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে ছোট গাড়ির জন্য খুলে রাখা হচ্ছে। রাতভর পুজো দেখার জন্য দর্শনার্থীদের ভিড় থাকে, সেই জন্য সন্ধ্যা থেকে পুলিশের একাধিক টিম থাকছে। ভোরের দিকেও পুলিশি ব্যবস্থা রাখা হচ্ছে। পুলিশি পেট্রোলিন থাকবে, ইভটিজিং রোধ করার জন্য সমস্ত পুজো মণ্ডপ সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হচ্ছে।
advertisement
উঁচু মণ্ডপ এর কারণে ড্রোনের সাহায্যে নজরদারি করা হবে। এবার পুজো উদ্যোক্তাদের বারণ করে দেওয়া হয়েছে কোন গেস্ট কার্ড না করার জন্য। সব মিলিয়ে করোনা পরিস্থিতিকে পিছনে ফেলে আবারো পুরনো উন্মাদনা ধরা পড়বে জেলার সদর শহর বারাসতে এমনটাই মনে করা হচ্ছে।
রুদ্র নারায়ণ রায়
view commentsLocation :
First Published :
October 20, 2022 8:21 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: উৎসবের মেজাজে বারাসাত, পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় জেলা প্রশাসনের কর্তারা