North 24 Parganas: পৌরভোটের আগেই বনগাঁয় শুরু রুটমার্চ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পুরভোটের আগেই শুরু রুটমার্চ, শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার বার্তা বনগাঁ প্রশাসনের
রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: রাত পার হলেই ১০৮ টি পুরসভার নির্বাচন। ইতিমধ্যেই শেষ হয়েছে ভোট প্রচার। উত্তর ২৪ পরগনার মোট ২৫ টি পৌরসভা ভোট গ্রহণ হবে আগামীকাল সকাল থেকে। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে নিরাপত্তা সহ নির্বাচন প্রস্তুতির কাজ চূড়ান্ত পর্যায়ে। প্রতিটি পুরসভার জন্য নিযুক্ত করা হয়েছে একজন করে অবজারভার। ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন তারাই। ভোটগ্রহণ কেন্দ্রের কোন সমস্যার সম্মুখীন হওয়া থেকে ভোট পরিচালনা সমস্ত কিছুই দেখভাল করবেন এই অবজারভার। সুষ্ঠ ও শান্তিপূর্ণ পুর নির্বাচন করতে বনগাঁ পুলিশ সুপারের নেতৃত্বে রুটমার্চ শুরু হল শুক্রবার রাতে। উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌর নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে বনগাঁ রামনগর রোড থেকে বনগাঁ জেলা পুলিশ সুপারের নেতৃত্বে রুট মার্চ শুরু হয়। বাটার মোড় হয়ে মতিগঞ্জ এসে শেষ হয় পুলিশের রুট মার্চ । মোট ১১৮ টি বুথ রয়েছে বনগাঁ পৌর এলাকায়। রয়েছে ৪৪ টি প্রেমিসেস। রুট মাস শেষে বনগাঁ জেলা পুলিশ সুপার তরুণ হালদার জানান, সুষ্ঠ পৌর নির্বাচন করতে প্রতিনিয়তই রুটমার্চ করা হচ্ছে। সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাই বনগাঁ জেলা পুলিশের উদ্দেশ্য। সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়ে জানানো হয় শান্তিপূর্ণভাবে ভোট দান করুন। নির্বাচনে বুথে বুথে নিরাপত্তার দায়িত্ব ইতিমধ্যেই বন্টন করা হয়ে গিয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়। যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশের তরফ থেকে টহলদারিও চলবে বলে জানা গিয়েছে।
Location :
First Published :
February 26, 2022 5:36 PM IST