North 24 Parganas: ভাঙ্গা বাঁশের সাঁকো! প্রাণের ঝুঁকি নিয়েই চলে নিত্য ‌যাতায়াত

Last Updated:

দুই গ্রামের সংযোগকারী বাঁশের সাঁকো- র বেহালদশা। প্রাণের ঝুঁকি নিয়ে নিত্যদিন পারাপার করতে হয় হাজার খানেক মানুষকে।

+
ভাঙ্গা

ভাঙ্গা বাঁশের সাঁকো

#উত্তর ২৪ পরগনা : দুই গ্রামের সংযোগকারী বাঁশের সাঁকো- র বেহালদশা। প্রাণের ঝুঁকি নিয়ে নিত্যদিন পারাপার করতে হয় হাজার খানেক মানুষকে। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনকে দাবি জানিও মিলছে না পাকা সেতু। দুই গ্রামের যাতায়াতের একমাত্র মাধ্যম এই বাঁশের সাঁকো। খুলে গিয়েছে বাঁধন, জলের উপরই হেলে পড়েছে বাঁশের সাঁকোটি। তার উপর দিয়েই প্রাণ হাতে করে নিত্যদিন পারাপার হচ্ছেন দুই পাড়ের গ্রামের মানুষ। বাগদার পূর্ব হুদা গ্রামের কয়েক হাজার মানুষের হাসপাতাল, ব্লক অফিস, স্কুল কলেজে যাওয়ার একমাত্র মাধ্যম কোদালিয়া নদীর উপর এই বাঁশের সাঁকো৷
নিত্যদিন কয়েক হাজার মানুষ এই সাঁকো ব্যবহার করে, স্কুল, কলেজ, হাটে সবজি নিয়ে যাতায়াত করেন৷ এলাকার বেশিরভাগ মানুষই কৃষি নির্ভর হওয়ায়, প্রয়োজনে গ্রাম থেকে হেলেঞ্চা যেতে ব্যবহার করতে হয় এই সেতুই। এলাকার স্থানীয় বাসিন্দারাই নিজেরা চাঁদা তুলে তৈরি করেছেন এই বাঁশের সাঁকো। পরবর্তী সময়ে প্রায় প্রতি বছরই নিজেরা টাকা খরচ করে করে সাঁকোর মেরামতি করেন গ্রামবাসীরা। তবে গত কয়েক মাস ধরে সেতুটি পারাপারের অযোগ্য হয়ে উঠেছে।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আগেই নিউটাউনে কাজ শুরু করতে চলেছে উইপ্রো
ভেঙে পড়েছে সেতুর অংশ। দীর্ঘ প্রায় কুড়ি বছর এই ভাবেই যাতায়াত করছে নদীর দুপাশের গ্রামের মানুষ। ভোট আসলেই মেলে প্রতিশ্রুতি। তবে সময় পার হয়ে গেলেই ভুলে যায় সবাই। বাসের সাঁকো পারাপার হতে গিয়ে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই সমস্যা সমাধানের আবেদন প্রশাসনকে জানিয়েও কোন ফল না হওয়ায়, এদিন সেতুর সামনেই গ্রামবাসী থেকে শুরু করে পড়ুয়ারা বিক্ষোভে শামিল হলেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নিজের খরচে অস্ত্রোপচারের সামগ্রী কিনে জটিল অপারেশন দন্ত চিকিৎসকের
স্থানীয়রা জানান, দীর্ঘ কুড়ি বছর ধরে নিজেরাই পয়সা দিয়ে কোদালিয়া নদীর উপরের বাঁশের সাঁকোটি তৈরি ও মেরামত করে চলেছেন তারা৷ অভিযোগ তাদের সমস্যার কথা ভাবেন না কোন প্রশাসনই। অবিলম্বে পাকা সেতু নির্মাণ ও আপাতত বাঁশের সাঁকো মেরামতির দাবী জানান গ্রামবাসীরা। তবে কবে এই সমস্যা থেকে মুক্তি মিলবে, এখন তার দিকেই তাকিয়ে বিস্তীর্ণ এলাকার মানুষ।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: ভাঙ্গা বাঁশের সাঁকো! প্রাণের ঝুঁকি নিয়েই চলে নিত্য ‌যাতায়াত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement