Panchayat Election Results 2023: ভোটে জিতেও শান্তি নেই! ৬৫ বছর বয়সী CPIM কর্মীর বাড়িতে ঢুকে একী করল তৃণমূল! ভয়াবহ
- Published by:Piya Banerjee
- local18
Last Updated:
Panchayat Election Results 2023: ঘটনা সত্যিই লজ্জার। কাউকেই ছাড়ছে না! বসিরহাটে উত্তেজনা!
বসিরহাট: রাজ্য জুড়ে চলছে পঞ্চায়েত ভোট গণনা। বিভিন্ন জায়গায় চলছে সবুজ আবির খেলা। তবে শুধু সবুজ নয় কমলা আবিরও দেখা যাচ্ছে। ইতিমধ্যে জয়ের উল্লাস শুরু। তার মধ্যেও আজ গোটা দিন ধরেই লেগে রয়েছে নানা মারপিট, বোমাবাজি! উত্তেজনার খবরে বহু জায়গা উত্তপ্ত! উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের ঘটনায় ফের শোরগোল পড়ে গিয়েছে। সিপিআইএম কর্মীর বাড়িতে হামলা-মারধরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
আজ ফল বেরোনোর পরে সিপিএম কর্মী ও নির্দল প্রার্থীর বাড়িতে হামলা ভাঙচুর মারধর! তৃণমূল প্রার্থী জিতে যাওয়ার পরে সিপিএম কর্মীর বাড়িতে হামলা মারধর মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ। হাসপাতালে ভর্তি সিপিএম কর্মী। এই ঘটনায় ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে। জিতে যাওয়ার পরেও কেন এই হামলা! তা নিয়ে উঠছে প্রশ্ন!
advertisement
advertisement
উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকে বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী গ্রামের একাশি নম্বর বুথের ঘটনা। জানা যায় ওই বুথের তৃণমূল প্রার্থী জিতে যাওয়ার পর বছর ৬৫ এর রজব আলি সক্রিয় সিপিএম কর্মী। তাঁর বাড়িতে হামলা করে জিতে যাওয়া তৃণমূল প্রার্থীর কর্মী সমর্থকরা বেথরক মারধর করে ! বাড়িতে গিয়ে ভাঙচুর করে এমনকি মাথা ফাটিয়ে দেয়। রজব আলিকে সাড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
advertisement
Jufikar Mollya
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 7:25 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Panchayat Election Results 2023: ভোটে জিতেও শান্তি নেই! ৬৫ বছর বয়সী CPIM কর্মীর বাড়িতে ঢুকে একী করল তৃণমূল! ভয়াবহ