Panchayat Election 2023: যত কাণ্ড চোপড়ায়! পদ্মফুল, হাতুড়ি ! বিনা প্রতিদ্বন্দিতায় জয়! যা করল তৃণমূল!
- Published by:Piya Banerjee
- local18
Last Updated:
Panchayat Election 2023: চোপড়ায় একেবারে অবাক কাণ্ড! জানুন
চোপড়া: চলছে পঞ্চায়েত ভোটের গণনা! ইতিমধ্যেই বহু জায়গায় জয়ের উচ্ছাস দেখা গিয়েছে। সেই সঙ্গে বিভিন্ন ভোট গণনা কেন্দ্র থেকে আসছে উত্তেজনার খবরও! কোথাও ভোট গণনা কেন্দ্রে গিলে ফেলা হচ্ছে ব্যালট পেপার! আবার কোথাও চলছে মারপিট। গাড়িতে ইট ছোঁড়া। তার মধ্যেও নজরে ছিল চোপড়া। রাজ্যের চারিদিকে যখন ব্যালট বক্স খোলা হচ্ছে। যেখানে মানুষের রায় কি তা জানতে পাখির চোখ রয়েছে বিভিন্ন গণনা কেন্দ্রে। কিন্তু ইসলামপুর মহকুমার চোপড়া ব্লক সম্পূর্ণ ব্যতিক্রম ছবি ধরা পড়ল!
একেবারে বিরোধী শূন্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি সদস্য ও জেলা পরিষদ! সকাল সকাল চোপড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দফতর থেকে সংশয়পত্র হাতে পাওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীরা,জয়ের উল্লাসে মেতে ওঠে!
advertisement
advertisement
চোপড়া এলাকার বিভিন্ন রাজপথ ধরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পটকা বাজি ও সবুজ আবিরে মেতে উঠেন! তৃণমূল কংগ্রেসের সকল কর্মী সমর্থকদের মুখে চওড়া হাসি, এর পাশাপাশি আগামী একুশে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ সভা ধর্মতলা চলো সেই বার্তা নিয়ে আজকের এই বিজয় মিছিলে যোগ দেন চোপড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হামিদুল রহমান, চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন ঘোষ,
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 6:47 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Panchayat Election 2023: যত কাণ্ড চোপড়ায়! পদ্মফুল, হাতুড়ি ! বিনা প্রতিদ্বন্দিতায় জয়! যা করল তৃণমূল!