North 24 Parganas News: চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা লুট! তারপর উধাও... কী ভাবে মিলল নাগাল?

Last Updated:

সিরহাটের ন‍্যাজাট থানা এলাকা থেকে বিভিন্ন যুবকের কাছে প্রাইমারিতে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে এই অভিযোগ আসছিল দীর্ঘদিন ধরে।

চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক গুণধর
চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক গুণধর
বসিরহাট: চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ৷ বসিরহাট থানার পিফা অঞ্চলে আত্মগোপন করে থাকা অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ৷ ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
প্রাথমিকে চাকরি পাইয়ের দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে৷ বেশ কয়েকদিন ধরেই বসিরহাটের ন‍্যাজাট থানা এলাকা থেকে এমন অভিযোগ আসছিল বিভিন্ন যুবকের কাছ থেকে। অভিযোগ ছিল, মধুসূদন বারুই নামক এক ব্যক্তির বিরুদ্ধে। বছর খানেক ধরে ওই ব্যক্তি বহু যুবকের কাছ থেকেই চাকরি করিয়ে দেওয়ার নামে টাকা নিচ্ছিলেন বলে অভিযোগ৷ কিন্তু, সেই চাকরি মেলেনি৷ এমনকি, এরপরে,টাকা চাইতে গেলেও মধুসূদন সেই টাকা দিতে অস্বীকার করে বলে জানা যায়৷
advertisement
আরও পড়ুন: তুমুল ঝড়বৃষ্টি! ফের দুর্যোগের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়….হাটমুড়ার সভায় যা হল, তোলপাড় কাণ্ড!
সম্প্রতি, এ নিয়ে বসিরহাট থানায় অভিযোগ জানায় কয়েকজন৷ জানা যায়, মধুসূদন চাকরির নামে প্রায় ১০ লক্ষ টাকা তুলেছিল৷ অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ৷
advertisement
advertisement
আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে ওটা কী পড়ে?…..খাবার খেয়ে অসুস্থ ছোট ছোট শিশু, তুমুল শোরগোল
জানা গিয়েছে, টাকা নেওয়ার পর সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল মধুসূদন। বেশ কিছুদিন ধরেই বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছিল। যুবকদের অভিযোগের, ভিত্তিতে পুলিশ এদিন মধুসূদনের মোবাইল নম্বর ট্র্যাক করে৷ জানতে পারে সে, বসিরহাটের পিফা অঞ্চলে একটি জায়গায় আত্মগোপন করে রয়েছে সে। জেরায় মধুসূদন স্বীকার করেছে, চাকরি দেওয়ার নাম করে সে টাকা নিয়েছিল। শুধুই মধুসূদন, না এর পিছনে অন্য কোনও চক্র জড়িত রয়েছে? গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা লুট! তারপর উধাও... কী ভাবে মিলল নাগাল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement