North 24 Parganas News: দেশ-বিদেশে নাম! তবুও দেখা মেলেনি মুখ্যমন্ত্রীর! জোহর আলির নকশী কাঁথায় আক্ষেপ!
- Published by:Piya Banerjee
Last Updated:
North 24 Parganas News: তাঁর তৈরি নকশি কাঁথা দেখে মুগ্ধ হন সকলেই, মিলেছে স্বীকৃতিও তবে রয়েছে আক্ষেপ! দু তিনবার কালীঘাটের বাড়িতে গিয়েও ফিরে আসতে হয়েছে তাকে, দেখা হয়নি প্রিয় দিদির সঙ্গে। জানুন
উত্তর ২৪ পরগনা: দীর্ঘদিন ধরে নকশী কাঁথা বানাচ্ছেন মহম্মদ জোহর আলি মল্লিক। জোহর আলির সৃষ্টির খ্যাতি ছড়িয়ে পড়েছে গোটা দেশে। উত্তর ২৪ পরগনার বারাসতের ছোট জাগুলিয়ার বাসিন্দা জোহর আলি। তার হাতের জাদুতে বিভিন্ন নকশা ফুটে ওঠে কাঁথায়। তবে আক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নকশী কাঁথা তৈরি করেও তার হাতে তুলে দিতে পারেননি জোহর আলি। দু তিনবার কালীঘাটের বাড়িতে গিয়েও ফিরে আসতে হয়েছে তাকে, দেখা হয়নি প্রিয় দিদির সঙ্গে।
নকশী কাঁথা বাংলার প্রাচীন ঐতিহ্য। সেই গৌরবকে আজও সমহিমায় ধরে রেখেছেন জোহর আলি। তার হাতের সৃষ্টি গোটা দেশ জুড়ে রয়েছে। এমনকি দেশ পেরিয়ে বিদেশেও তার হাতের তৈরি নকশী কাঁথা পৌছানোর অপেক্ষায়। বহুবছর ধরেই কাপরের উপরে ছুঁচসুতো দিয়ে তৈরি করে আসছেন নানান ব্যক্তিত্বের ছবি। এমনকি গ্রামবাংলাকেও তুলে ধরেছেন তার নকশী কাঁথায়। পাঁচ বছর বয়স থেকে তার হাত চলতো তুলির মত, ছোটবেলায় দাদুকে দেখে এই কাজ শেখা। তারপর কখন যে এই পেশার সাথে জড়িয়ে পড়েছেন, তা তিনি নিজেও জানেননা বলেই জানালেন। বর্তমানে ষাটোর্ধ জোহর আলি সারাদিন হাতে ছুঁচসুতো নিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছেন। কবিগুরু ররবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, মহত্মা গান্ধী, বলিউড তারকা শাহরুখ খান থেকে বাংলাদেশের জাতীর জনক বঙ্গবন্ধু মুজিবর রহমান সহ নানা ব্যক্তিত্বের ছবি ছুঁচসুতো দিয়েই ফুটিয়ে তুলেছেন তার নকশী কাঁথায়।
advertisement
advertisement
প্রাক্তন রাষ্ট্রপতি এ.পি.জে আব্দুল কালাম এর হাতে তুলে দিয়েছিলেন নিজে হাতে তৈরি বিশ্বকবি রবীন্দ্রনাথের ছবি। তারপর থেকে জেলার সেরা, রাজ্যের সেরা অনেক পুরস্কারেই সম্মানিত হয়েছেন জোহর আলি। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বেশ কয়েকটি ছবি তিনি তৈরি করেছেন। তা মুখ্যমন্ত্রীর কাছে পৌছানোর জন্য কালীঘাটের বাড়ি পর্যন্ত পৌছেও গিয়েছিলেন, কিন্তু নিরাপত্তা রক্ষীদের অনুমতি মেলেনি। তাই সেই নকশীকাঁথা নিয়েই বাড়ি ফিরে আসতে হয়েছে। যদি কোন দিন সুযোগ পান, তাহলে জোহর আলি তার নিজের হাতে তৈরি নকশী কাঁথা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে চান।
advertisement
গোটা দিনটাই এই কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। নকশি কাঁথা তৈরির পাশাপাশি সুতোর কাজ করা পোশাকের ব্যবসাও করেন জোহর। যেখানে প্রচুর কর্মচারী কাজ করেন। তবে নকশি কাঁথা তৈরির কাজ শেষ হলে, তবেই ব্যবসায় মন দেন তিনি। এই কাজে আগামীদিনে আরও অনেক কিছু সৃষ্টি করতে চান, বিদেশের কিছু কাজও করতে চান জোহর আলী। তবে এখন তার লক্ষ্য কবে তিনি তার তৈরি নকশী কাঁথা তুলে দিতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দিদির হাতে! বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে তার এই প্রয়াস ইতিমধ্যেই বহু মানুষের নজর কেড়েছে।
advertisement
Rudra Narayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2023 9:12 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: দেশ-বিদেশে নাম! তবুও দেখা মেলেনি মুখ্যমন্ত্রীর! জোহর আলির নকশী কাঁথায় আক্ষেপ!