আপনার বাড়ির কাজের মহিলাকে চেনেন তো! পরিচারিকা সেজে যা করছিলেন এক মহিলা
- Published by:Debalina Datta
Last Updated:
পরিচারিকা সেজে চুরি করাই পেশা এই মহিলার, চুরির কিনারা করতে গিয়ে তাজ্জব পুলিশ
কলকাতা: লেকটাউন, বাঙুর এলাকায় কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ন্তিকা মিত্রর বাড়িতে সেই চুরির ঘটনার কিনারা করলো লেকটাউন থানার পুলিশ। আইনজীবীর বাড়ি থেকে চুরি যায় মোবাইল ফোন, দামি ব্যাগ এবং বেশ কিছু টাকা লেকটাউন থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই পুলিশ তদন্তে নামে এরপরেই পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরেই চিহ্নিত করে এক মহিলাকে।
ইতিমধ্যেই নাগেরবাজার এলাকা থেকে আম্বিয়া বিবি নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন বাড়িতে চুরি করা একাধিক মোবাইল ফোন থেকে শুরু করে ঘড়ি সোনার গহনা এবং বেশ কিছু টাকা।
advertisement
আম্বিয়া বিবি নামে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে বহুদিন ধরে বিভিন্ন বাড়িতে কাজের লোক হিসেবে ঢুকত এরপরই বিশ্বাস অর্জন করত এবং চুরির ঘটনা ঘটাত। তবে অবশ্য কোন বাড়িতেই তিনি বেশিদিন কাজ করত না চুরি করার কাজ হাসিল করতে পারলেই সেই বাড়ির কাজ ছেড়ে অন্যত্র বাড়িতে কাজের উদ্দেশ্যে আবার হাত পাকানো শুরু করত৷
advertisement
আরও দেখুন
অভিযুক্ত আম্বিয়া বিবিকে বিধান নগর আদালতে তোলা হয় এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছেপুলিশের পক্ষ থেকে। দেখা হবে এখনও পর্যন্ত কোন কোন বাড়িতে এইভাবে চুরির ঘটনা ঘটিয়েছে এই মহিলা। মনে করা হচ্ছে আরও বিপুল পরিমাণে চুরি যাওয়া জিনিস সোনার গয়না থেকে শুরু করে সমস্ত কিছু উদ্ধার করা সম্ভব হবে জিজ্ঞাসাবাদের পরেই৷
advertisement
Anup Chakraborty
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2023 6:31 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
আপনার বাড়ির কাজের মহিলাকে চেনেন তো! পরিচারিকা সেজে যা করছিলেন এক মহিলা