North 24 Parganas News: সূর্য ডুবলেই অন্ধকার নেমে আসে ছোট্ট পূজার জগতে ! কারণ চোখে জল আনবে

Last Updated:

North 24 Parganas News: ছোট বেলায় ছেড়ে চলে যায় বাবা-মা! ছোট্ট পূজার জীবনের লড়াই চোখে জল আনবে!

+
মোহন

মোহন উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পূজা

উত্তর ২৪ পরগনা: সূর্য ডুবলেই অন্ধকার হয়ে যায় ছোট্ট পূজার জগৎ। বনগাঁর চাঁদা পাঁচ মাইল এলাকার বাসিন্দা পূজা। বর্তমানে সে চাঁদা ললিত মোহন উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তবে আর পাঁচজন সাধারণ শিশুর মত হলেও, ছোট্ট পূজার জীবনটা যেন কোথাও গিয়ে আলাদা। ছোটবেলা থেকেই চোখে ঠিকভাবে দেখতে পায় না, তবুও পড়াশোনার ইচ্ছার জোরে আজ এগিয়ে চলছে পূজা। তার লক্ষ্য সমস্ত বাধাকে উপেক্ষা করে একদিন বড় হয়ে শিক্ষিকা হবে সে। কিন্তু তার এই স্বপ্নপূরণে মাঝপথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে তার চোখ। আর পাঁচ জন শিশু যেমন নিজের চোখে সবকিছু স্পষ্ট দেখতে পায়, তখন পূজাও চায় নিজের চোখ দিয়ে জগত দেখতে। কষ্ট চেপে রেখেই, নিজের সাথে আজ লড়াই চালাচ্ছে ছোট্ট পূজা। তবে তার অদম্য ইচ্ছা পড়াশুনা চালিয়ে যাওয়ার যেভাবেই হোক স্বপ্ন পূরণ করতে হবে।
জানা গিয়েছে, ছোটবেলায় পূজার মা-বাবা তাকে ছেড়ে চলে যায়। তখন থেকে সে বড় হচ্ছে তার দাদু দিদার কাছেই। দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়ার কারণে, সূর্য ডুবলেই চোখে দেখতে পায় না। ধীরে ধীরে যেন তার স্বপ্ন ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। পূজা চায় এখন ঘটুক কোন মিরাকেল, ফিরে আসুক চোখের দৃষ্টি। পূজার দিদা অঞ্জনা সরকার জানান, ছোটবেলায় ওর চোখে সমস্যা থাকার কারণে ওর মা-বাবা ওকে ছেড়ে চলে যায়। তারপর থেকেই ও আমাদের কাছে মানুষ, দিন যত যাচ্ছে ওর চোখের সমস্যা আরও বাড়ছে। ডাক্তারবাবুরা বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করা দরকার। আর তার জন্য খরচা লাখ টাকার উপরে। অনেক ছোটাছুটি করেও কোনো লাভ হয়নি। এখন অপারেশন করাতেই হবে। কিন্তু এত টাকা কোথায় পাবো! পূজার চোখের দৃষ্টি ফেরাতে সকলের সাহায্যও প্রার্থনা করেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন:
প্রতিবেশী মহেশ্বরী বিশ্বাস জানা, পূজা যখন পড়াশোনা করে, বই একদম মুখের কাছে নিয়ে পরতে হয়। লিখতে গেলেও ওকে ওরকম ভাবেই লিখতে হয়। পূজার স্কুলের শিক্ষক সৌমেন চ্যাটার্জী বলেন, পূজা পড়াশোনায় খুবই ভাল। পড়াশোনার প্রতি প্রচণ্ড আগ্রহও রয়েছে। কিন্তু চোখের জন্য ও ঠিক করে দেখতে পারে না। আমরাও চাই ও যেন চোখে দেখতে পাক। নিজের স্বপ্ন পূরণ করুক আমরা স্কুলের তরফ থেকে যতটা সম্ভব ওকে সাহায্য করবো। ওর যখন পরীক্ষা হয় তখন পূজার জন্য আলাদা করে প্রশ্নপত্র তৈরি করা হয়। পূজা ফিরে পাক দৃষ্টি, পূরণ হোক স্বপ্ন চাইছেন সকলে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সূর্য ডুবলেই অন্ধকার নেমে আসে ছোট্ট পূজার জগতে ! কারণ চোখে জল আনবে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement